বাংলা রচনা

কম্পিউটার রচনা (Computer Essay in Bengali) [PDF]

আধুনিক বিজ্ঞানের আবিষ্কার গুলির মধ্যে এক অন্যতম আবিষ্কার কম্পিউটার।কম্পিউটারের আবিষ্কার মানব সভ্যতায় এক আমূল পরিবর্তন এনে দিয়েছে। এ যেন এক যন্ত্র মস্তিষ্ক; মানুষের জটিল জটিল সমস্যা গুলি নিমিষে সমাধান করে দিতে পারে।

কিন্তু সব ভালো জিনিসেরই কিছু খারাপ দিক থাকে।কম্পিউটারও তার ব্যতিক্রম কিছু নয়।কম্পিউটারের ভালো,খারাপ,আবিষ্কারের ইতিহাস সব কিছু তুলে ধরে আজকের বিষয় কম্পিউটার রচনা বা কম্পিউটার ও আধুনিক জীবন রচনা।

কম্পিউটার রচনা বৈশিষ্ট্য চিত্র

সূচি তালিকা

শিল্প বিপ্লবের পর থেকে যন্ত্র বিজ্ঞানের জয়যাত্রা অব্যাহত রয়েছে।আশ্চর্য সব আবিষ্কারের মধ্য দিয়ে মানুষ দুর্বার শক্তির অধিকারী হয়েছে যন্ত্র শক্তিতে।বিজ্ঞানের যুগান্তকারী বিস্ময় ও এক আধুনিকতম আবিষ্কার হলো কম্পিউটার। কম্পিউটার-এর কোনো বাংলা প্রতিশব্দ নেই।কম্পিউটার নামেই এর পরিচয়।

টেবিলের উপর রাখা যায় এমন যন্ত্রটিকে আগে ইলেকট্রনিক যন্ত্র গণক বলা হত।কিন্তু বর্তমানে এই যন্ত্রটির কাজ শুধু গণনাতে সীমাবদ্ধ নয়।এই যন্ত্রের সাহায্যে কত রকমের কাজ হয়ে থাকে তা বলে শেষ করা যায়না।এ এক এমন যন্ত্র যা মানুষের কর্মজীবনের প্রতিটি ক্ষেত্রে অবলীলায় অক্ষরে অক্ষরে প্রতিটি হুকুম পালন করে।

কম্পিউটারের সংজ্ঞা:

কম্পিউটার কি আমরা সবাই প্রায় জানি। কম্পিউটার হল অনেকগুলো বৈদ্যুতিক যন্ত্রের সমাহার। যা বৈদ্যুতিক প্রবাহের মাধ্যমে যৌক্তিক কার্যাবলী সম্পাদন করে থাকে। কম্পিউটার বৈদ্যুতিক তরঙ্গকে নিজের সংকেতে রূপান্তর করে ব্যবহারকারী কর্তৃক কমান্ডের দ্বারা উদ্ভূত সমস্যার সমাধান করে থাকে।

কম্পিউটার শব্দটি একটি ল্যাটিন শব্দ কম্পিউট থেকে এসেছে। কম্পিউট শব্দের আভিধানিক অর্থ হলো গণনা করা। তাই আভিধানিকভাবে কম্পিউটার হলো একটি গণনা করার যন্ত্র। কিন্তু আজকাল এই কম্পিউটার এখন শুধু গণনা করার কাজের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং এর যন্ত্রটি এখন আরো নানা কাজে বহুল্ভাবে ব্যবহৃত হচ্ছে। 

কম্পিউটার তৈরির ইতিহাস:

কে তৈরি করল কম্পিউটার নামক জাদুর বাক্সটা? এ প্রশ্নের উত্তরে সবার আগে যার নাম আসে তিনি হলেন বিখ্যাত ব্রিটিশ গণিতজ্ঞ চালর্স ব্যাবেজ। তিনি হলেন আধুনিক কম্পিউটারের জনক। কিন্তু কম্পিউটার তৈরির ইতিহাস প্রায় আজ থেকে পাঁচ হাজার বছরের পুরোনো! প্রায় পাঁচ হাজার বছর আগে গ্রিক সভ্যতায় “অ্যাবাক্যাস” নামে এক ধরনের গণনা যন্ত্র আবিষ্কৃত হয়েছিল।

পরবর্তীকালে চীনসহ পৃথিবীর অনেক দেশেই ‘অ্যাবাক্যাস” ব্যবহৃত হতো। এর পর ১৬৪২ সালে ১৯ বছর বয়সী ফরাসি বিজ্ঞানী ব্লেইজ প্যাসকেল সর্বপ্রথম যান্ত্রিক ক্যালকুলেটর বা যন্ত্র গণক আবিষ্কার করেন। পরবর্তীতে চার্লস ব্যাবেজ গবেষণা করেছিলেন এই যন্ত্র গণক কে আরও জটিলতর কোনো কাজে লাগানো যায় কিনা।

কিন্তু প্রয়োজনীয় যন্ত্র ও মূলধনের অভাবে তিনি কাজ সফল করতে পারেননি। কম্পিউটার বিজ্ঞানের সত্যিকারের সূচনা হয় আল্যান টুরিং এর প্রথমে তাত্ত্বিক ও পরে ব্যবহারিক গবেষণার মধ্য দিয়ে। ১৮৩৩ সালে আধুনিক কম্পিউটারের সূত্রপাত হয়। 

কম্পিউটারের বিভিন্ন প্রকারভেদ:

কম্পিউটারের গঠন ও প্রচলন নীতির ভিত্তি করে একে তিনটি ভাগে ভাগ করা যায়। যথা –

  • অ্যানালগ কম্পিউটার
  • ডিজিটাল কম্পিউটার
  • হাইব্রিড কম্পিউটার

আকার, দাম ও ব্যবহারের গুরুত্বের উপর ভিত্তি করে ডিজিটাল কম্পিউটারকে আবার চার ভাগে ভাগ করা যায়। যথা:

  • সুপার কম্পিউটার
  • মিনি কম্পিউটার
  • মেইনফ্রেম কম্পিউটার
  • মাইক্রোকম্পিউটার

মাইক্রো কম্পিউটার দু ধরনের হয়ে থাকে, যথাঃ 

১)ডেস্কটপ ও ২)ল্যাপটপ

কম্পিউটার মগজ ও তার কার্যকারিতা :

কম্পিউটার ঠিক যেন যন্ত্র মস্তিষ্ক। আমাদের বিভিন্ন সমস্যার সমাধান করে তার মাথায় ধরে রাখা স্মৃতি অর্থাৎ তথ্যের প্রয়োগ ঘটিয়ে।তিনটি প্রধান অংশ নিয়ে গঠিত কম্পিউটারের এই মগজ।এই তিনটি অংশ হলো –

সেন্ট্রাল প্রসেসিং ইউনিট (সিপিইউ)- সিপিইউকে কম্পিউটারের মগজ বলা হয়। কারণ এই কম্পিউটারের এই অংশ যেকোনো সমস্যা সংক্রান্ত তথ্য নিয়ে কাজ করে।

ইনপুট – ইনপুটের কাজ হলো তথ্য অনুযায়ী নির্দেশ গ্রহণ করে। কী-বোর্ড, মাউস, ডিস্ক, স্ক্যানার, কার্ড রিডার, ডিজিটাল ক্যামেরা ইত্যাদি হলো ইনপুট যন্ত্রপাতি। 

আউটপুট – ইনপুটে পাওয়া নির্দেশকে ফলাফল হিসেবে প্রকাশ করে কম্পিউটারের আউটপুট অংশ। মনিটর, প্রিন্টার, ডিস্ক, স্পিকার, প্রোজেক্টর, হেড ফোন ইত্যাদি কম্পিউটারের আউটপুট যন্ত্রপাতি। 

কম্পিউটারে নির্দেশ ও তথ্য প্রদানের জন্য যে নির্দিষ্ট ভাষার প্রয়োগ করা হয়ে থাকে তাকে বলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ।আর যে সমস্ত তথ্য নিয়ে কম্পিউটার কাজ করে তাকে বলে ডেটা বা উপাত্ত। কম্পিউটারের সব থেকে বড় উপযোগিতা হচ্ছে এটি একসাথে অনেক তথ্য ও প্রোগ্রামের রদবদল করার মাধ্যমে নানারকম কাজ করতে পারে।

সেই সাথে আধুনিক কম্পিউটারের রয়েছে অত্যন্ত দ্রুত সমস্যা সমাধানের ক্ষমতা, বিপুল পরিমাণ উপাত্তকে সুন্দরকরে সাজিয়ে মস্তিষ্কে ধরে রাখার ক্ষমতা ও তথ্য বিশ্লেষণের নির্ভুল ক্ষমতা। ফলে দৈনন্দিন জীবনে কম্পিউটার তার বিচিত্র রকমের কাজ সম্পন্ন করার ক্ষমতার মাধ্যমে অনেক ভূমিকা পালন করছে। 

কম্পিউটারের ব্যাবহার:

কম্পিউটারের ব্যাবহার আমাদের দেশে সমস্ত ক্ষেত্রে, ব্যাক্তিগত ও সামাজিক জীবনে নিয়ে এসেছে এক বিরাট পরিবর্তন। কম্পিউটার কর্ম জীবনে ব্যাবহারিক ক্ষেত্রে খুলে দিয়েছে একের পর এক নতুন দিগন্ত।

অনেক জন মানুষের কাজ একমুহূর্তে নির্ভুল ভাবে করতে পারে কম্পিউটার। দৈনন্দিন জীবনে সবকাজেই রয়েছে কম্পিউটারের ব্যাবহার।ব্যাংকের কাজ নির্ভুল ও তাড়াতাড়ি করে দেয়। শেয়ার বাজারকে নির্ভুল প্রদর্শন করে।

স্কুল,কলেজ অফিস আদালত সমস্ত ক্ষেত্রে তথ্য জমার কাজ করে।চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রেও কম্পিউটারের ব্যাবহার উল্লেখযোগ্য।মুদ্রণ শিল্পে এক যুগান্তকারী পরিবর্তন এনে দিয়েছে কম্পিউটার। কম্পিউটারে উপলব্ধ ইন্টারনেট পরিষেবা গোটা পৃথিবীকে এনে দিয়েছে হাতের মুঠোয়।

শুধু কাজের ক্ষেত্রেই কম্পিউটারের ব্যাবহার সীমাবদ্ধ নয়।কম্পিউটারের প্রমোদ মূল্যও যথেষ্ট। অনলাইনে গেম খেলা,গান শোনা, সিনেমা দেখা প্রভৃতি কাজে কম্পিউটার ব্যাবহার করে থাকি আমরা। টিকিট বুকিং, পরীক্ষার ফল প্রকাশ থেকে পাত্র পাত্রী নির্বাচন, অপরাধী খোঁজা সবকিছুতেই কম্পিউটার -তাই নিঃসন্দেহে বলা যায় আধুনিক সভ্যতা কম্পিউটার ছাড়া অচল।

বিভিন্ন ক্ষেত্রে কম্পিউটারের ভূমিকাঃ

আমাদের নিত্যদিনের বিভিন্ন ক্ষেত্রে কম্পিউটার অনেক অবদান রাখছে। কম্পিউটার আমাদের দৈনন্দিন জীবনকে করেছে আরো বেশি সহজ ও দ্রুত। শিক্ষা, চিকিৎসা, কৃষি, যোগাযোগসহ আরো অনেক ক্ষেত্রে কম্পিউটার তার অবদান রেখে চলছে। 

ক। শিক্ষাক্ষেত্রে কম্পিউটারঃ বিভিন্ন ক্ষেত্রে কম্পিউটার অবদান বর্ণনা করতে হলে শুরুতেই শিক্ষক্ষেত্রে কম্পিউটারের ভূমিকা নিয়ে বলতে হবে। আধুনিক শিক্ষাপদ্ধতির অনন্য বাহন কম্পিউটার। কম্পিউটারের মাধ্যমে বিশ্বের অনেক দেশে শিক্ষাদান করা হচ্ছে।

কম্পিউটারের অনলাইন ক্লাসরুম, ডিজিটাল ক্লাসরুম ব্যবস্থা শিক্ষাক্ষেত্রে এনেছে নতুন এক অধ্যয়। বিজ্ঞান, ভূগোল, ইতিহাস ইত্যাদি বিষয়ে নানারকম চিত্র ও ভিডিও প্রদর্শনির মাধ্যমে ক্লাস নেওয়া হচ্ছে, ফলে ছাত্র ছাত্রীরা নানাভাবে উপকৃত হচ্ছে। পরীক্ষার ফলাফল তৈরি, উচ্চশিক্ষায়, বিভিন্ন গবেষণায় এমনকি শিক্ষার বাহন পুস্তক প্রকাশনাতেও কম্পিউটার অবদান রেখে চলছে প্রতিদিন। 

খ। চিকিৎসাক্ষেত্রে কম্পিউটারঃ   কম্পিউটার চিকিৎসাক্ষেত্রে অসামান্য অবদান রাখছে।  সনাতন চিকিৎসা পদ্ধতিতে আধুনিক চিকিৎসা ব্যবস্থায় রূপ দেওয়ার পেছনে রয়েছে কম্পিউটার। এর মাধ্যমে ওষুধ প্রদান, অনলাইন ডাক্তার দেখানে থেকে শুরু করে চিকিৎসাক্ষেত্রে নতুন নতুন গবেষণা হচ্ছে।

এছাড়াও বিভিন্ন মহামারির নিয়ন্ত্রণ যেমন সহজ হয়েছে তেমনি বড় বড় কঠিন অস্ত্রপাচারও আজকাল কম্পিউটারের মাধ্যমে সম্পন্ন হচ্ছে। ফলে রোগ প্রতিরোধ যেমন আগে থেকে সহজ হয়েছে তেমনি প্রতিকারেও কম্পিউটার রাখছে অবদান।

গ। যোগাযোগ ক্ষেত্রে কম্পিউটারঃ কম্পিউটারকে আরো প্রাণ দিয়েছে বর্তমান ইন্টারনেট ব্যবস্থা। এর মাধ্যমে ঘরে বসেই আমরা পৃথিবীর অন্যপ্রান্তে থাকা কাছের মানুষের সাথে যেমন কথা বলতে পারছি, তেমনি তাদেরকে দেখতেও পাচ্ছি। শুধু কি তাই? কম্পিউটারের মাধ্যমে আমরা চিঠি লিখতে পারছি খুব সহজেই, যা কয়েক সেকেন্ডের মধ্যে পাঠিয়ে দেওয়া যায় প্রাপকের কাছে। 

কম্পিউটার ও বেকার সমস্যা:

কম্পিউটার নামক যন্ত্র দানবের ক্ষমতা অপরসীম। অনেকজন মানুষের কাজ একাই কম সময়ে কম খরচে নির্ভুল ভাবে করতে পারে কম্পিউটার তাই দিন দিন বাড়ছে বেকারত্ব। কল্প বিজ্ঞানীদের আশঙ্কা মানুষের দ্বারা আবিষ্কৃত এই যন্ত্র দানবকে দিয়ে কাজ করাতে করাতে একদিন এমন সময় আসবে,যখন কাজের ক্ষুধায় উন্মত্ত দানব তার সৃষ্টিকর্তা মানুষকেই করবে ক্রীতদাস।

মানুষের কাজ করতে করতে কম্পিউটার বিশাল সংখ্যক মানুষকে করবে বেকার। তবে এই মন্দদিকের বাইরেও কম্পিউটারের সাহায্যে অনেক বেকার যুবক ঘরে বসে তাদের বেকার সমস্যা দূর করতে পারছে। ফ্রিল্যান্সিং, আউটসোর্সিং করে তারা ঘরে বসেই আয় করতে পারছে।

পৃথিবীতে ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং এর বাজার দিন দিন বেড়েই চলছে। ফলে নিজেদের সময়, দক্ষতা ও কম্পিউটারকে কাজে লাগিয়ে বেকার সমস্যাও দূরীভূত হচ্ছে। 

কম্পিউটারের অপব্যবহারঃ

কম্পিউটার নিঃসন্দেহে বিজ্ঞানের একটি বিশাল বড় আবিষ্কার। সকল জিনিসের যেমন ভালো দিক আছে, তেমনি তাদের কিছু মন্দ দিকও থাকে। যেকোনো কিছুর অপব্যবহার নিঃসন্দেহে সেই আবিষ্কারকে করে ফেলতে পারে মানুষের জন্য অভিশাপ।

কম্পিউটারের অপব্যবহারের মাধ্যমে সাইবার অপরাধ, হ্যাকিং ইত্যাদি বৃদ্ধি পাচ্ছে। ফলে মানুষের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিতে পারছে বেশ কিছু অসাধু মানুষ। এছাড়াও একটানা কম্পিউটারের সামনে বসে থাকার ফলে মানুষের পিঠে ব্যাথা, চোখে সমস্যাসহ আরো অন্যান্য শারীরিক ও মানসিক সমস্যার সৃষ্টি হচ্ছে।

ছাত্র ছাত্রীদের জন্য কম্পিউটার যেমন তাদের শিক্ষাগ্রহণের পদ্ধতিকে আরো সহজ করেছে তেমনি কম্পিউটারের নেশা ছাত্রছাত্রীদেরকে তাদের পড়ালেখা থেকে দূরেও ঠেলে দিচ্ছে। অধিক সময়ে কম্পিউটারের স্ক্রিনে তাকিয়ে থাকায় তারা বেশ কিছু মানসিক সমস্যাতেও ভুগছে। এছাড়া কম্পিউটার প্রযুক্তিকে ব্যবহার করে সন্ত্রাসি, চাঁদাবাজি, ব্লেকমেলসহ আরো অনেক ধরণের অপরাধ বেড়ে চলছে। 

কম্পিউটার আশির্বাদ না অভিশাপ এই নিয়ে যে দ্বন্দ্ব তার অবসান হয়তো কোনোদিনও ঘটবেনা।এ ক সরকারি সমীক্ষায় দেখা গেছে কম্পিউটার ব্যাবহারের ফলে সরকারি ক্ষেত্রে চাকরি সংখ্যা ক্রমশই হ্রাস পেয়েছে যা প্রায় ৩০ শতাংশ।

কিন্তু পাশাপাশি অন্য ক্ষেত্রে চাকরির সুযোগ কিছু বেড়েছে।কম্পিউটারের মতো এক অন্যতম প্রযুক্তি বিজ্ঞানকে বাদ দিয়ে আধুনিক সভ্যতা একবারেই অচল।

ব্যাবহারের পার্থক্যের কারণে কখনও কখনও ক্ষতির কারণ হয়ে দাঁড়ালেও সব মিলিয়ে কম্পিউটার আধুনিক জীবনে এক শুভ পরিবর্তন এনেছে তা স্বীকার করতেই হবে।

কম্পিউটার/ কম্পিউটার ও আধুনিক জীবন প্রবন্ধ রচনাটি পড়ে আপনার কেমন লাগলো আপনার ব্যাক্তিগত মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান।আমরা সব সময় সচেষ্ট থাকি সবার থেকে সুন্দর ও আপনার মনের মতো করে একটি রচনা তুলে ধরার।

এখানে নেই এমন রচনা পাওয়ার জন্য রচনাটির নাম কমেন্ট করে জানান।দ্রুততার সঙ্গে আমরা উক্ত রচনাটি যুক্ত করার চেষ্টা করবো।সম্পূর্ণ রচনাটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

আরও পড়ুন: টেলিভিশন বা দূরদর্শন রচনা ইন্টারনেট রচনা মোবাইল ফোন রচনা

Print Friendly, PDF & Email

সম্পর্কিত পোস্ট

  • মোবাইল ফোন রচনা [Mobile Phone Essay in Bengali] [PDF]
  • দৈনন্দিন জীবনে বিজ্ঞান রচনা | Doinondin Jibone Biggan Rochona [PDF]
  • মানব কল্যাণে বিজ্ঞান প্রবন্ধ রচনা [সঙ্গে PDF]
  • বিদ্যুৎ ও আধুনিক জীবন / প্রাত্যহিক জীবনে বিদ্যুৎ রচনা [PDF]
  • ইন্টারনেট রচনা [Internet Essay in Bengali with PDF]
  • টেলিভিশন বা দূরদর্শন রচনা (Television Essay In Bengali) [With PDF]

“কম্পিউটার রচনা (Computer Essay in Bengali) [PDF]”-এ 1-টি মন্তব্য

আপনাকে ধন্যবাদ। আমি বাংলাদেশী। ইলেকট্রনিক্স-এ ডিপ্লোম করে এখন ইইই-তে বিএসসি করছি। আপনার বাংলা কন্টেটি আমার স্টুন্ডেটদের বেশ কাজে লেগেছে।

মন্তব্য করুন জবাব বাতিল

পরবর্তিতে ব্যবহারের জন্য আপনার নাম, ইমেইল ঠিকানা এবং ওয়েব ঠিকানা এই ব্রাউজারে সংরক্ষণ করুন।

কম্পিউটার রচনা | Computer Essay in Bengali

কম্পিউটার রচনা | Computer Essay in Bengali : কম্পিউটার হল একটি ইলেকট্রনিক ডিভাইস যা মানুষের মস্তিষ্কের পক্ষে অসম্ভব জটিল গণনা এবং কার্য সম্পাদন করতে সক্ষম। চার্লস ব্যাবেজ 19 শতকে প্রথম যান্ত্রিক কম্পিউটার তৈরি করেছিলেন। তারপর থেকে কম্পিউটারগুলি আকার এবং প্রক্রিয়াকরণের গতিতে অনেক রূপান্তরমূলক পরিবর্তন করেছে। আধুনিক কম্পিউটারগুলি প্রোগ্রামিং ভাষা নামে একটি ভাষার আকারে মানুষের নির্দেশাবলী গ্রহণ করতে এবং সেকেন্ডের ভগ্নাংশে আউটপুট সরবরাহ করতে সক্ষম।

  • শিক্ষক দিবস সম্পর্কে প্রতিবেদন রচনা
  • Winter Season Essay In Bengali

বর্তমানে, প্রতিটি অফিস ও প্রতিষ্ঠানে কম্পিউটার ব্যবহার করা হয় ডেটা রক্ষণাবেক্ষণ ও প্রক্রিয়াকরণ, লেনদেনের রেকর্ড রাখা এবং কর্মচারীদের, অ্যাকাউন্ট স্টেটমেন্ট প্রস্তুত ও রক্ষণাবেক্ষণ, ব্যালেন্স শীট ইত্যাদি। উচ্চ গতির কম্পিউটারগুলি আরও জটিল বিজ্ঞান প্রোগ্রামে ব্যবহৃত হয়। যেমন মহাকাশ অনুসন্ধান মিশন এবং স্যাটেলাইট উৎক্ষেপণ। কম্পিউটার বিভিন্ন ক্ষেত্রে এর ব্যবহারিকতার কারণে আমাদের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে।

Table of Contents

কম্পিউটারে লেখার জন্য খুব সহজ এবং শিখতে সহজ প্রবন্ধ খুঁজুন। কম্পিউটার একটি অত্যন্ত উচ্চ প্রযুক্তির উদ্ভাবন যা প্রত্যেকেরই জানতে হবে এবং জীবনে এর সুবিধাগুলিও।

এটা বাচ্চাদের খুব পছন্দ হয়. তাই কম্পিউটারের মাধ্যমে আপনার ছেলেমেয়েদের শিক্ষায় কিছু সৃজনশীলতা আনুন।

শিক্ষার্থীদের প্রয়োজন ও প্রয়োজন অনুসারে আমরা নিচে বিভিন্ন কম্পিউটার রচনা যেমন 100 শব্দ, 150 শব্দ, 200 শব্দ, 250 শব্দ, 300 শব্দ এবং 400 শব্দের মধ্যে বিভিন্ন শব্দ সীমা প্রদান করেছি।

কম্পিউটার রচনা ১০০ শব্দ

কম্পিউটার আধুনিক প্রযুক্তির একটি দুর্দান্ত আবিষ্কার। এটি সাধারণত একটি মেশিন যা এর মেমরিতে বৃহৎ ডেটা মান সংরক্ষণ করার ক্ষমতা রাখে। কম্পিউটার ইনপুট (যেমন কীবোর্ড) এবং আউটপুট (প্রিন্টারের মতো) ডিভাইস ব্যবহার করে কাজ করে। কম্পিউটার পরিচালনা করা খুবই সহজ কারণ এর কার্যকারিতা এত সাধারণ যে একটি শিশু এটি পরিচালনা করতে পারে। এটি একটি অত্যন্ত নির্ভরযোগ্য যন্ত্র যা আমরা আমাদের সাথে বহন করতে পারি এবং যেকোনো স্থানে এবং যে কোনো সময় ব্যবহার করতে পারি। কম্পিউটার আমাদের ইতিমধ্যে সংরক্ষিত ডেটাতে পরিবর্তন করার পাশাপাশি নতুন ডেটা সংরক্ষণ করতে দেয়। এটি একটি নতুন প্রযুক্তি যা অফিস, ব্যাংক, শিক্ষা প্রতিষ্ঠান ইত্যাদিতে ব্যবহৃত হয়।

কম্পিউটার রচনা ১৫০ শব্দ

এটি একটি আধুনিক হাতিয়ার যা জীবনকে অনেক সহজ এবং সহজ করে তুলেছে। কম্পিউটারে অল্প সময়ে একাধিক কাজ সম্পন্ন করার ক্ষমতা রয়েছে। এটি কম সময়ের মধ্যে একা অনেক মানুষের কাজ করতে সক্ষম। কম্পিউটার হল সর্বোচ্চ দক্ষতার উপযোগিতা। প্রথম কম্পিউটার ছিল একটি যান্ত্রিক কম্পিউটার যা চার্লস ব্যাবেজ তৈরি করেছিলেন। তবে একটি কম্পিউটার তার হার্ডওয়্যার এবং সম্পূর্ণরূপে ইনস্টল করা অ্যাপ্লিকেশন সফ্টওয়্যার ব্যবহার করে সফলভাবে কাজ করে। কম্পিউটারের অন্যান্য অনুষঙ্গ হল কীবোর্ড, মাউস, প্রিন্টার, সিপিইউ এবং ইউপিএস।

আমরা ডিভাইস ব্যবহার করে কম্পিউটারে যে ডেটা রাখি তাকে ইনপুট ডেটা এবং ডিভাইসকে ইনপুট ডিভাইস এবং যে ডেটা আমরা প্রিন্টার বা অন্য ডিভাইস ব্যবহার করে বাইরে নিয়ে থাকি তাকে আউটপুট ডেটা এবং ডিভাইসকে আউটপুট ডিভাইস বলে। তাই ইনপুট ডেটা তথ্যে পরিবর্তিত হয় যা যে কোনো সময় সংরক্ষণ এবং পরিবর্তন করা যেতে পারে। কম্পিউটার ডেটা স্টোরেজের জন্য অত্যন্ত নিরাপদ টুল যা বিভিন্ন ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে। আমরা কেনাকাটা করতে পারি, আমাদের বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারি, পানির বিল দিতে পারি, ভিডিও চ্যাটও মেসেজিং করতে পারি, বিশ্বের যে কোনো জায়গায় ই-মেইল বার্তা এবং ইন্টারনেট ব্যবহার করে প্রচুর অনলাইন কার্যক্রম করতে পারি।

কম্পিউটার রচনা ২০০ শব্দ

কম্পিউটার হল সর্বাধুনিক প্রযুক্তি যা প্রায় সর্বত্র ব্যবহৃত হয়। খুব অল্প সময়ে বড় পরিমান কাজ করা সম্ভব হয়েছে। এটা অফিসে মানুষের পরিশ্রম কমিয়ে দিয়েছে মানে খুব অল্প সময়ে উচ্চ মাত্রার কাজের আউটপুট দেয়, কম পরিশ্রমও কম ম্যান পাওয়ার ইত্যাদি। এখন কম্পিউটার ছাড়া আমাদের জীবন কল্পনা করা কঠিন হয়ে পড়েছে। আমরা প্রায়শই কম্পিউটারে ইন্টারনেট ব্যবহার করি যা আমাদের খুব কম সময়ে যে কোনও বিষয়ে প্রচুর প্রয়োজনীয় তথ্য দেয়। তাই মানুষের জীবনে কম্পিউটারের অনেক অবদান রয়েছে। এটি প্রতিটি ক্ষেত্রে বড় ভূমিকা পালন করছে এবং প্রতি মুহূর্তে আমাদের সাহায্য করছে। কম্পিউটারের পুরানো প্রজন্ম কম ফাংশন সহ কম কার্যকর ছিল কিন্তু এর নতুন প্রজন্ম উচ্চ ক্ষমতা, পরিচালনা করা সহজ এবং আরও ফাংশন সহ আশ্চর্যজনক।

কম্পিউটারের ভবিষ্যত প্রজন্ম আরও কার্যকরী হবে এবং প্রচুর কাজ করবে। তবে এটি আমাদের জীবনকে সহজ করে তুলেছে। এটি ব্যবহার করে আমরা সহজেই যেকোনো কিছু শিখতে পারি এবং আমাদের দক্ষতা বাড়াতে পারি। আমরা কোনো সেবা বা পণ্য বা অন্য জিনিস সম্পর্কে যে কোনো তথ্য কিছু সময়ের মধ্যে পেতে পারেন. তবে আমরা কম্পিউটার এবং ইন্টারনেট ব্যবহার করে অনলাইনে যেকোনো কিছু কিনতে পারি এবং বিনামূল্যে ডেলিভারি পেতে পারি। যেকোন ক্লাসে পড়া যেকোনো শিক্ষার্থীর প্রজেক্ট ওয়ার্ক তৈরির জন্য এটি খুবই উপযোগী।

কম্পিউটার রচনা ২৫০ শব্দ

কম্পিউটার সমগ্র মানব সম্প্রদায়ের জন্য বিজ্ঞানের বিস্ময়কর এবং মাস্টারমাইন্ড উপহার। এটি যেকোনো ধরনের কাজ করতে ব্যবহার করা যেতে পারে। এটি যে কেউ পরিচালনা করা খুব সহজ এবং শিখতে খুব কম সময় নেয়। এর সহজতা এবং উচ্চ কাজের দক্ষতার কারণে, এটি অফিস, ব্যাংক, হোটেল, শিক্ষা প্রতিষ্ঠান, দোকান, হাসপাতাল, বাণিজ্যিক স্থান, স্কুল, কলেজ, প্রশিক্ষণ প্রতিষ্ঠান, সামরিক স্থাপনা, সামরিক, শিল্প ইত্যাদির মতো অনেক ক্ষেত্রে ব্যবহৃত হয়। ল্যাপটপ বা ডেস্কটপ তাদের বাচ্চাদের স্কুলে প্রয়োজনীয় জিনিস সম্পর্কে শিখতে বা কম্পিউটারাইজড ভিডিও-গেম খেলা ইত্যাদি।

কম্পিউটার হল একটি বড় অভিধান এবং বৃহৎ স্টোরেজ ডিভাইস যা আমরা তথ্য, অধ্যয়নের উপকরণ, প্রকল্প, ফটো, ছবি, ভিডিও, অডিও, গান, ক্লিপ, গেম এবং আরও অনেক কিছুর মতো বৃহৎ পরিমাণ ডেটা সংরক্ষণ করতে ব্যবহার করি। কম্পিউটার একটি ইলেকট্রনিক মেশিন যা গণনা করতে এবং বড় সমস্যা সমাধান করতে সক্ষম। এটি আমাদের দক্ষতার স্তর বাড়াতে এবং সহজেই তথ্য পেতে সহায়তা করে। এটি খুবই সাধারণ ডেটা ভিত্তিক মেশিন। কম্পিউটার পেইন্ট টুল, টেক্সট টুল ইত্যাদির মতো আরও অনেক সরঞ্জামের সুবিধা প্রদান করে যা বাচ্চা, শিশু এবং ছাত্রদের জন্য এটি আরও কার্যকরভাবে ব্যবহার করার জন্য খুবই উপকারী।

ছোট বা বড় যেকোনো গাণিতিক গণনার জন্য আমরা এটিকে খুব নিখুঁতভাবে ব্যবহার করতে পারি। এটি আবহাওয়া সংক্রান্ত তথ্যের পূর্বাভাস, বই ছাপানো, সংবাদপত্র, রোগ নির্ণয় ইত্যাদিতে ব্যবহৃত হয়। তাছাড়া সারা বিশ্বের যেকোনো স্থান থেকে অনলাইন রেলওয়ে রিজার্ভেশন, টিকিট বুকিং, হোটেল বা রেস্তোরাঁ বুকিং করার জন্য কম্পিউটার ব্যবহার করা হয়। এটি এমএনসি কোম্পানিগুলি অ্যাকাউন্টিং উদ্দেশ্যে, চালান, পে রোল, স্টক নিয়ন্ত্রণ ইত্যাদির জন্য ব্যবহার করে।

কম্পিউটার রচনা ৩০০ শব্দ

প্রযুক্তিগত অগ্রগতির আধুনিক বিশ্বে, কম্পিউটার আমাদের বিজ্ঞানের দেওয়া আশ্চর্যজনক উপহার। এটি মানুষের জীবনযাত্রার ধরন এবং মান পরিবর্তন করেছে। কেউ কম্পিউটার ছাড়া জীবন কল্পনা করতে পারে না কারণ এটি কম সময়ের মধ্যে অনেক কাজকে সহজ করে তুলেছে। উন্নয়নশীল দেশের উন্নয়নে কম্পিউটার ব্যাপক ভূমিকা রাখছে। এটি শুধুমাত্র একটি স্টোরেজ বা প্রসেসিং ডিভাইস নয় এটি একটি দেবদূতের মতো যা সবকিছু সম্ভব করতে পারে। অনেক লোক এটি বিনোদন এবং যোগাযোগের উত্স হিসাবে ব্যবহার করে।

আমরা ভিডিও চ্যাট বা ইমেল ব্যবহারের মাধ্যমে আমাদের বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন, পিতামাতা বা অন্যদের সাথে অল্প সময়ের মধ্যে সংযুক্ত হতে পারি। কম্পিউটারে ইন্টারনেট ব্যবহার করে আমরা আমাদের শিক্ষা বা প্রকল্পের কাজের জন্য উপযোগী যে কোনো বিষয়ে বিস্তীর্ণ তথ্য অনুসন্ধান ও পুনরুদ্ধার করতে পারি। তবে ব্যাঙ্কের মাধ্যমে যেকোনো অ্যাকাউন্টে ব্যবসায়িক লেনদেনের উদ্দেশ্যে এটি খুবই নিরাপদ এবং সহজ। তথ্য সংরক্ষণের সুবিধা প্রদানের মাধ্যমে এটি সরকারি ও বেসরকারি অফিস বা কলেজে কাগজের কাজ কমিয়েছে। কম্পিউটারের মাধ্যমে ঘরে বসে অনলাইন কেনাকাটা, বিল পরিশোধ ইত্যাদির মাধ্যমে কেউ অনেক সময় এবং শ্রম বাঁচাতে পারে।

কম্পিউটার শিক্ষা ভারত সরকার সমস্ত স্কুল, কলেজ এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে বাধ্যতামূলক করেছে যাতে শিক্ষার্থীদের দক্ষতার স্তর বাড়ানোর পাশাপাশি তাদের পেশাগত জীবনে সহজ হয়। আধুনিক যুগের সকল চাকরিতে কম্পিউটার শেখা খুবই প্রয়োজনীয় হয়ে উঠেছে। উচ্চ শিক্ষায় দক্ষতা বৃদ্ধির জন্য নেটওয়ার্ক প্রশাসন, হার্ডওয়্যার রক্ষণাবেক্ষণ, সফ্টওয়্যার ইনস্টলেশন ইত্যাদি বিষয় রয়েছে।

কম্পিউটারের উদ্ভাবন অনেক স্বপ্নকে সত্য করেছে এমনকি কম্পিউটার ছাড়া আমাদের জীবন কল্পনাও করা যায় না। সাধারনত কম্পিউটার এমন একটি ডিভাইস যা তথ্য সঞ্চয়স্থান, ইমেল, মেসেজিং, সফ্টওয়্যার প্রোগ্রামিং, গণনা, ডেটা প্রক্রিয়াকরণ এবং আরও অনেক কিছুর জন্য ব্যবহৃত হয়। ডেস্কটপ কম্পিউটারে একটি সিপিইউ, একটি ইউপিএস, একটি কীবোর্ড এবং একটি মাউস ভালভাবে কাজ করার জন্য প্রয়োজন তবে ল্যাপটপের বাইরে কিছু যোগ করার দরকার নেই কারণ এটি ভিতরের সমস্ত কিছু অন্তর্ভুক্ত করে। কম্পিউটার একটি ইলেকট্রনিক ডিভাইস যার বড় মেমরি রয়েছে যা যেকোনো ডেটা মান সংরক্ষণ করতে পারে। আমরা একবিংশ শতাব্দীতে কম্পিউটারের উন্নত বিশ্বে বাস করছি।

পূর্বে পুরাতন প্রজন্মের কম্পিউটারের কার্যকারিতা খুবই সীমিত কিন্তু নতুন প্রজন্মের কম্পিউটারগুলি প্রচুর কার্যকারিতা সহ আশ্চর্যজনক। চার্লস ব্যাবেজ প্রথম যান্ত্রিক কম্পিউটার আবিষ্কার করেছিলেন যা আধুনিক সময়ের কম্পিউটার থেকে সম্পূর্ণ আলাদা ছিল। কম্পিউটার উদ্ভাবনের লক্ষ্য ছিল এমন একটি মেশিন তৈরি করা যা খুব দ্রুত গাণিতিক গণনা করতে পারে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এটি শত্রুদের অস্ত্রের গতিপথ এবং গতি নির্ণয় করত। আধুনিক যুগের কম্পিউটার কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সাথে উপলব্ধ যা জীবনের প্রতিটি ক্ষেত্রে আমাদের সাহায্য করে।

নতুন প্রজন্মের কম্পিউটার অত্যন্ত উন্নত মানে ছোট, হালকা, দ্রুততর এবং আরও শক্তিশালী। এখন প্রতিদিন, এটি আবহাওয়ার পূর্বাভাস, মহাকাশযানের নির্দেশিকা, পরীক্ষা, শিক্ষা, কেনাকাটা, ট্রাফিক নিয়ন্ত্রণ, উচ্চ স্তরের প্রোগ্রামিং, ব্যাঙ্কগুলিতে অটোমেশন, রেলওয়ে টিকিট বুকিং, গেম খেলা, চিকিৎসা খাত, যন্ত্রপাতি পরিচালনার মতো জীবনের প্রায় সব ক্ষেত্রেই চলছে। , চাকরী খোলা, ব্যবসা এছাড়াও অপরাধ সনাক্তকরণ ইত্যাদি

এটি ইন্টারনেট সহ তথ্য প্রযুক্তির মেরুদণ্ড এবং প্রমাণ করেছে যে আজ কিছুই অসম্ভব নয়। মানুষের জীবনে কম্পিউটারের ইতিবাচক প্রভাব থাকলে, এটি মানুষের জীবনকেও নেতিবাচকভাবে প্রভাবিত করে যেমন সাইবার অপরাধ বৃদ্ধি, পর্নোগ্রাফিক ওয়েবসাইটগুলি শিশু বা ছোটদের দ্বারা অ্যাক্সেস করা যায় এবং আরও অনেক কিছু তবে কিছু প্রতিরোধমূলক ব্যবস্থা ব্যবহার করে আমরা এর থেকে নিরাপদ থাকতে পারি। এর নেতিবাচক প্রভাব।

সমগ্র মানবজাতি কম্পিউটার প্রযুক্তির উপর অত্যন্ত নির্ভরশীল হয়ে উঠছে; কম্পিউটার ছাড়া জীবন কল্পনাও করা যায় না। যেহেতু, এটি প্রতিটি এলাকায় গভীরভাবে ডানা বিস্তার করেছে এবং মানুষকে এটি ব্যবহার করতে বাধ্য করেছে। যে কোন শ্রেণীর ছাত্রদের জন্য এটি খুবই উপকারী। তারা তাদের প্রকল্প প্রস্তুত করতে, কবিতা শিখতে, বিভিন্ন গল্প পড়তে, পরীক্ষার প্রস্তুতির জন্য নোট ডাউনলোড করতে, সেকেন্ডের মধ্যে বড় তথ্য সংগ্রহ করতে, চিত্রাঙ্কন, অঙ্কন ইত্যাদি সম্পর্কে শিখতে এটি ব্যবহার করতে পারে। তবে এটি শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি করে এবং সহজেই চাকরি পেতে সহায়তা করে।

আশা করি কম্পিউটার রচনা | Computer Essay in Bengali   এই নিবন্ধটি আপনার পছন্দ হয়েছে, যদি আপনি এই তথ্যগুলি পছন্দ করেন তবে আপনার বন্ধুদের সাথেও শেয়ার করুন।

Related Posts:

ইন্টারনেট কি

Leave a Comment Cancel reply

Save my name, email, and website in this browser for the next time I comment.

  • অ্যান্ড্রয়েড টিপস
  • কম্পিউটার টিপস
  • ফেসবুক টিপস
  • অনলাইনে আয়
  • প্রোগ্রামিং
  • ইসলামিক টিপস
  • এসাইনমেন্ট টিপস

কম্পিউটার রচনা | Essay On Computer In Bengali

Fahima Afreen Moon

আজকের এই লেখায় কম্পিউটার রচনা নিয়ে বিস্তারিত লিখবো। আশা করি, এই কম্পিউটার রচনাটি আপনার পরীক্ষায় ভাল নম্বর পেতে সাহায্য করবে।

লেখার সূচিপত্র

কম্পিউটার রচনা

যুগের বিবর্তনে কম্পিউটার আবিষ্কার একটি বিস্ময়ের নাম,যা মানুষকে অনেক ভাবে স্বাচ্ছন্দ্য দিচ্ছে। এটিকে আলাদীনের চেরাগের জ্বীন বলা যেতে পারে। কম্পিউটার হলো একটি প্রোগ্রামযোগ্য ডিভাইস যা ডেটা সঞ্চয়, পুনরুদ্ধার এবং প্রসেসিং করে।

“কম্পিউটার” শব্দটি মূলত মানুষকে (মানব কম্পিউটার) দেওয়া হয়েছিল যারা যান্ত্রিক ক্যালকুলেটর ব্যবহার করে সংখ্যাগত গণনা সম্পাদন করেছিল, যেমন অ্যাবাকাস এবং স্লাইড নিয়ম। পরে যান্ত্রিক ডিভাইসগুলি মানব কম্পিউটারগুলি প্রতিস্থাপন শুরু করার সময় শব্দটি দেওয়া হয়েছিল। আজকের কম্পিউটারগুলি বৈদ্যুতিক ডিভাইস যা ডেটা (ইনপুট) গ্রহণ করে, ডেটা প্রসেসিং করে, আউটপুট উৎপাদন করে এবং ফলাফল (আইপিও) সংরক্ষণ করে (স্টোরেজ)।

কম্পিউটারের ইতিহাস

প্রথম ডিজিটাল কম্পিউটার যাকে বেশিরভাগ মানুষ কম্পিউটার হিসেবে ভাবেন, তাকে ইএনআইএসি (ENIAC) বলা হত। এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় (১৯৪৩-১৯৪৬) নির্মিত হয়েছিল এবং মানব কম্পিউটারদ্বারা করা গণনা স্বয়ংক্রিয় করতে সহায়তা করার জন্য ডিজাইন করা হয়েছিল। একটি কম্পিউটার এই গণনাগুলি অনেক দ্রুত সম্পন্ন করতে পারে এবং তুলনামুলকভাবে কম ভুল করে।

ইএনআইএসি-র মতো প্রাথমিক কম্পিউটারগুলি ভ্যাকুয়াম টিউব ব্যবহার করত এবং বড় (কখনও কখনও ঘরের আকার) ছিল এবং যা কেবল ব্যবসা, বিশ্ববিদ্যালয় বা সরকারি অফিসে পাওয়া যেত। পরে, কম্পিউটারগুলি ট্রানজিস্টর, ছোট এবং সস্তা যন্ত্রাংশ ব্যবহার করতে শুরু করে যা সাধারণ ব্যক্তিকে একটি কম্পিউটারের মালিক হওয়ার সামর্থ্য প্রদান করে।

তবে এখন আমরা যে কম্পিউটার ব্যবহার করি যা মূলত ১৮২২ সালে চার্লস ব্যাবেজ তৈরি করা প্রথম যান্ত্রিক কম্পিউটারটির বেসিসে গঠন করা।

“কম্পিউটার” শব্দটি প্রথম কখন ব্যবহার করা হয়েছিল?

কম্পিউটার” শব্দটি প্রথম ১৬১৩ সালে রিচার্ড ব্রাথওয়েটের দ্য ইয়ং ম্যানস গ্লিনিংস বইতে ব্যবহৃত হয়েছিল এবং যেখানে মূলত একজন মানুষের বর্ণনা দেওয়া হয়েছিল যিনি গণনা বা গণনা করতে পারেন। একটি কম্পিউটারের সংজ্ঞা ১৯ শতকের শেষ পর্যন্ত একই ছিল।

প্রথম সাধারণ কম্পিউটার

১৮৩৭ সালে চার্লস ব্যাবেজ প্রথম সাধারণ যান্ত্রিক কম্পিউটার অ্যানালিটিক্যাল ইঞ্জিন এর প্রস্তাব দেন। অ্যানালিটিক্যাল ইঞ্জিনে একটি ALU (পাটিগণিত লজিক ইউনিট), বেসিক ফ্লো কন্ট্রোল, পাঞ্চ কার্ড (জ্যাকার্ড লুম দ্বারা অনুপ্রাণিত), এবং সমন্বিত স্মৃতি ছিল। এটি প্রথম সাধারণ কম্পিউটার যা কেবল গণনা করতে নয়, বরং অনেক কিছুর জন্য ব্যবহার করা যাবে বলে ধারণা করে হয়েছিল। দুর্ভাগ্যবশত, তহবিলের সমস্যার কারণে, চার্লস ব্যাবেজ জীবিত থাকাকালীন এই কম্পিউটারটিও কখনও নির্মিত হয়নি। ১৯১০ সালে চার্লস ব্যাবেজ এর কনিষ্ঠ পুত্র হেনরি ব্যাবেজ এই মেশিনের একটি অংশ সম্পূর্ণ করতে এবং মৌলিক গণনা করতে সক্ষম হন।

তথ্য রেকর্ড এবং সঞ্চয় করার প্রথম মেশিন

১৮৯০ সালে, হারমান হোলেরিথ মার্কিন আদমশুমারির জন্য পাঞ্চ কার্ডে তথ্য রেকর্ড এবং সংরক্ষণ করার জন্য একটি পদ্ধতি তৈরি করেছিলেন। হোলেরিথের মেশিনটি ম্যানুয়াল ট্যাবুলেশনের চেয়ে প্রায় দশ গুণ দ্রুত ছিল এবং আদমশুমারি অফিসের লক্ষ লক্ষ ডলার বাঁচিয়েছিল। হোলেরিথ এর কোম্পানি কেই আজ আমরা আই বি এম হিসেবে জানি।

আরও কিছু লেখা

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি রচনা, ইংরেজি থেকে বাংলা অনুবাদ করার নিয়ম, প্রথম প্রোগ্রামযোগ্য কম্পিউটার.

১৯৩৬ থেকে ১৯৩৮ সালের মধ্যে জার্মান কনরাড জুস তার পিতামাতার বসার ঘরে জেড ১ তৈরি করেছিলেন। এটি প্রথম ইলেক্ট্রোমেকানিক্যাল বাইনারি প্রোগ্রামযোগ্য কম্পিউটার এবং প্রথম কার্যকরী আধুনিক কম্পিউটার হিসেবে বিবেচিত হয়।

প্রথম আধুনিক কম্পিউটারের ধারণা

টুরিং মেশিন যা প্রথম ১৯৩৬ সালে অ্যালান টুরিং দ্বারা প্রস্তাবিত হয়েছিল যা কম্পিউটিং এবং কম্পিউটারের সকল তত্ত্বের ভিত্তি হয়ে ওঠে। মেশিনটি এমন একটি ডিভাইস ছিল যা কাগজের টেপে প্রতীকগুলি এমনভাবে মুদ্রিত করেছিল যা যৌক্তিক নির্দেশাবলির একটি সিরিজ অনুসরণ করে একজন ব্যক্তিকে অনুকরণ করেছিল।

প্রথম বৈদ্যুতিক প্রোগ্রামযোগ্য কম্পিউটার

কলসাস ছিল প্রথম বৈদ্যুতিক প্রোগ্রামযোগ্য কম্পিউটার, যা টমি ফ্লাওয়ারস আবিষ্কার করেছিলেন, এবং তা ডিসেম্বর ১৯৪৩ সালে প্রথম প্রদর্শিত হয়েছিল। কলসাস ব্রিটিশ কোড ব্রেকারদের এনক্রিপ্ট করা জার্মান বার্তা পড়তে সহায়তা করার জন্য তৈরি করা হয়েছিল।

প্রথম ডিজিটাল কম্পিউটার

আটানাসফ-বেরি কম্পিউটারের সংক্ষিপ্ত, এবিসি ১৯৩৭ সালে অধ্যাপক জন ভিনসেন্ট আটানাসফ এবং স্নাতক ছাত্র ক্লিফ বেরি প্রথম আবিষ্কার করেন। আইওয়া স্টেট কলেজে (বর্তমানে আইওয়া স্টেট ইউনিভার্সিটি) এর প্রগ্রেস ১৯৪২ সাল পর্যন্ত অব্যাহত ছিল।

এবিসি (Atanasoff-Berry Computer) ছিল একটি বৈদ্যুতিক কম্পিউটার যাতে ডিজিটাল গণনার জন্য ৩০০ টিরও বেশি ভ্যাকুয়াম টিউব ব্যবহার করা হয়েছিল, যার মধ্যে ছিল বাইনারি গণিত এবং বুলিয়ান যুক্তি, এবং তার কোনও সিপিইউ ছিল না (প্রোগ্রামযোগ্য ছিল না)। ১৯৭৩ সালের ১৯ অক্টোবর মার্কিন ফেডারেল বিচারক আর্ল আর লারসন তার সিদ্ধান্তে জানান যে জে প্রেসপার একর্ট এবং জন মাউচলির ইএনআইএসি পেটেন্ট অবৈধ। সিদ্ধান্তে, লারসন আটানাসফকে একমাত্র উদ্ভাবক হিসেবে মনোনীত করা হয়।

এনিয়াক( ENIAC) পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ে জে প্রেসপার একর্ট এবং জন মাউচলি দ্বারা উদ্ভাবিত হয়েছিল এবং ১৯৪৩ সালে এর কাজ শুরু করে ও ১৯৪৬ সাল পর্যন্ত কাজটি তারা শেষ করতে পারেন নি। এটি প্রায় ১,৮০০ বর্গফুট জায়গা দখল করেছিল এবং এতে প্রায় ১৮,০০০ ভ্যাকুয়াম টিউব ব্যবহার করা হয়েছিল, যার ওজন প্রায় ৫০ টন ছিল। যদিও একজন বিচারক পরে এবিসি কম্পিউটারকে প্রথম ডিজিটাল কম্পিউটার বলে রায় দেন, অনেকে এখনও এনিয়াক প্রথম ডিজিটাল কম্পিউটার বলে মনে করেন কারণ এটি পুরোপুরি কার্যকর ছিল সব দিক থেকে।

প্রথম স্টোরড প্রোগ্রাম কম্পিউটার

১৯৪৮ সালে এসএসইএম (স্মল-স্কেল এক্সপেরিমেন্টাল মেশিন), যা “বেবি” বা “ম্যানচেস্টার বেবি” নামেও পরিচিত, বৈদ্যুতিকভাবে একটি প্রোগ্রাম সংরক্ষণ এবং সম্পাদন করতে সক্ষম, প্রথম কম্পিউটার ছিল। এটি ফ্রেডেরিক উইলিয়ামস ডিজাইন করেছিলেন, এবং ইংল্যান্ডের ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ে জিওফ টুটিলের সহায়তায় তার পৃষ্ঠপোষকতায় টম কিলবার্ন এর পেছনে কাজ করেছিলেন। কিলবার্ন প্রথম বৈদ্যুতিকভাবে প্রোগ্রাম লিখেছিলেন, যা বিভাজনের পরিবর্তে বারবার মাইনাস ব্যবহার করে একটি ইন্টেগারের সর্বোচ্চ যথাযথ ফ্যাক্টর খুঁজে পায়। কিলবার্নের কার্যক্রম ১৯৪৮ সালের ২১ শে জুন কার্যকর করা হয়।

প্রথম কম্পিউটার কোম্পানি

প্রথম কম্পিউটার কোম্পানি ছিল ইলেকট্রনিক কন্ট্রোলস কোম্পানি এবং এটি ১৯৪৯ সালে জে প্রেসপার একর্ট এবং জন মাউচলি দ্বারা প্রতিষ্ঠিত হয়, একই ব্যক্তি যারা ইএনআইএসি কম্পিউটার তৈরিতে সহায়তা করেছিলেন। পরে সংস্থাটির ইএমএসিসি বা একর্ট-মাউচলি কম্পিউটার কর্পোরেশনে নামকরণ করা হয়।

প্রথম বাণিজ্যিক কম্পিউটার

১৯৪২ সালে কনরাড জুস জেড ৪-এ কাজ শুরু করেন যা পরবর্তীতে প্রথম বাণিজ্যিক কম্পিউটার হিসেবে পরিণত হয়। কম্পিউটারটি ১৯৫০ সালের ১২ ই জুলাই সুইস ফেডারেল ইনস্টিটিউট অফ টেকনোলজি জুরিখের গণিতবিদ এডুয়ার্ড স্টিফেলকে বিক্রি করা হয়।

আইবিএম-এর প্রথম কম্পিউটার

১৯৫৩ সালের ৭ ই এপ্রিল আইবিএম প্রকাশ্যে ৭০১ চালু করে, এটি ই প্রথম বাণিজ্যিক বৈজ্ঞানিক কম্পিউটার। ডিজিটাল কম্পিউটার কাকে বলে?

প্রথম ট্রানজিস্টর কম্পিউটার

টিএক্স-০ (ট্রান্সিস্টোরিজড এক্সপেরিমেন্টাল কম্পিউটার) ১৯৫৬ সালে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজিতে প্রদর্শিত প্রথম ট্রানজিস্টোরিজড কম্পিউটার।

প্রথম মিনি কম্পিউটার

১৯৬০ সালে ডিজিটাল ইকুইপমেন্ট কর্পোরেশন অনেক পিডিপি কম্পিউটারের মধ্যে প্রথম পিডিপি-১ প্রকাশ করে,যেগুলো প্রথম মিনি কম্পিউটার হিসেবে পরিচিত।

প্রথম ব্যক্তিগত কম্পিউটার (পিসি)

১৯৭৫ সালে এড রবার্টস “ব্যক্তিগত কম্পিউটার” শব্দটি উচ্চারণ করেন যখন তিনি আলটায়ার ৮৮০০ চালু করেন। যদিও প্রথম ব্যক্তিগত কম্পিউটারটি অনেকে কেনবাক-১ হিসেবে বিবেচনা করে, যা ১৯৭১ সালে প্রথম $৭৫০ এর বিনিময়ে চালু করা হয়। কম্পিউটারটি আলোর একটি সিরিজ চালু এবং বন্ধ করে ডেটা এবং আউটপুট ডেটা ইনপুট করার জন্য সুইচগুলির একটি সিরিজের উপর নির্ভর করে। কম্পিউটার হার্ডওয়্যার কি? হার্ডওয়্যার কত প্রকারের ও এদের কাজ কী?

প্রথম ল্যাপটপ বা পোর্টেবল কম্পিউটার

আইবিএম 5100 প্রথম পোর্টেবল কম্পিউটার, যা সেপ্টেম্বর ১৯৭৫ সালে বাজারে আসে। কম্পিউটারটির ওজন ছিল ৫৫ পাউন্ড এবং এতে ছিল পাঁচ ইঞ্চি সিআরটি ডিসপ্লে, টেপ ড্রাইভ, ১.৯ মেগাহার্টজ পাম প্রসেসর এবং ৬৪ কেবির RAM। ছবিতে আইবিএম ৫১০০ এর একটি বিজ্ঞাপন যা ১৯৭৫ সালের নভেম্বর মাসে সায়েন্টিফিক আমেরিকান সংখ্যা থেকে নেওয়া হয়েছে। ল্যাপটপ কি? ল্যাপটপ দিয়ে কি কি কাজ করা যায়?

কম্পিউটারের প্রকারভেদ

গঠন অনুযায়ী কম্পিউটার ৩ প্রকার। যথা:

  • অ্যানালগ কম্পিউটার
  • ডিজিটাল কম্পিউটার
  • হাইব্রিড কম্পিউটার

আকার, দাম ও ব্যবহারের উপর ভিত্তি করে কম্পিউটারকে ৪ প্রকার। যথা:

  • সুপার কম্পিউটার
  • মিনি কম্পিউটার
  • মেইনফ্রেম কম্পিউটার
  • মাইক্রোকম্পিউটার

মাইক্রো কম্পিউটার ২ প্রকার। যথা:

বর্তমানে কম্পিউটারের ব্যবহার

বর্তমানে কম্পিউটার এমন কাজ করে যা আমরা আগে কল্পনা করতেও পারতাম না। উদাহরণস্বরূপ, ওয়ার্ড প্রসেসরে চিঠি লিখা, যে কোনও সময় এটি পাঠানো, চেক বানানো, ফটোকপি করা এবং সেকেন্ডের মধ্যে এটি বিশ্বজুড়ে কাউকে পাঠানো। এই সমস্ত ক্রিয়াকলাপগুলি আগে করতে কয়েক মাস না হলেও কয়েক দিন তো লাগতোই। এই উদাহরণগুলি কম্পিউটার ব্যবহার এর ছোট নমুনা মাত্র। আজ, আমাদের দৈনন্দিন জীবনে অনেক ধরনের কম্পিউটার ব্যবহার করা হয়।

নিম্নে তা বিস্তারিত আলোচনা করা হল:

ব্যাংক এবং আর্থিক কাজ

কম্পিউটার বিশ্বের সব ধরনের অর্থ পরিচালনার কাজে একটি উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। আর্থিক বাজারে কম্পিউটার কীভাবে ব্যবহার করা হয় তা নিচে দেওয়া হল।

এটিএম: এটিএম ব্যবহার করা মানেই হলো কম্পিউটার ব্যবহার করা।

ডিজিটাল মুদ্রা: ব্যাংকে টাকা জমা দেওয়ার সময়, এটি একটি ডিজিটাল রেকর্ড হিসাবে সংরক্ষণ করা হয়, কম্পিউটার এই কাজটি করে।

ট্রেডিং: স্টক এবং পণ্য কম্পিউটার ব্যবহার করে ট্রেড করা হয়। এমনকি উন্নত অ্যালগরিদম ব্যবহার করে এমন হাজার হাজার কম্পিউটার রয়েছে যা মানুষের সাহায্য ছাড়াই ট্রেডিং পরিচালনা করে।

ব্যবসায় প্রতিষ্ঠান

ব্যবসায় প্রতিষ্ঠান কম্পিউটার ব্যবহারের জন্য আরেকটি বড় খাত। ব্যবসায় কম্পিউটার কীভাবে ব্যবহার করা হয় তার কয়েকটি উদাহরণ নিচে দেওয়া হল।

রেজিস্টার : যদি ব্যবসাটি কোনও পণ্য বিক্রির সাথে সম্পর্কিত হয় (যেমন, একটি মুদির দোকান), এক্ষেত্রে ক্যাশ রেজিস্টার, লেনদেন সম্পূর্ণ করতে কম্পিউটার, ব্যবহৃত হয়।

ওয়ার্কার্স কম্পিউটার : কিছু কিছু ব্যবসা প্রতিষ্ঠান তাদের কর্মচারীকে আলাদাভাবে কম্পিউটার বরাদ্দ করে যা তাদের কাজের রেকর্ড সঠিক ভাবে রাখতে সহায়তা করে।

সার্ভার : যখন কোনো ব্যবসায় প্রতিষ্ঠান কম্পিউটার ব্যবহার করে, ইন্টারনেটের সাথে সংযোগ স্থাপন করে, অথবা ই-মেইল এবং ফাইল পরিচালনা করে, তখন একটি সার্ভার কম্পিউটার সবকিছু পরিচালনা করতে ব্যবহৃত হয়।

বিশ্বজুড়ে সব ধরনের যোগাযোগ কম্পিউটার দ্বারা পরিচালিত হয়। যোগাযোগ শিল্পে কম্পিউটার কীভাবে ব্যবহার করা হয় তার উদাহরণ নিচে দেওয়া হল।

স্মার্টফোন : স্মার্টফোন থাকা মানে হলো পকেটে একটি কম্পিউটার থাকা। আর স্যোশাল মিডিয়া, ইমেল তো যোগাযোগের সবচেয়ে বড় মাধ্যম এখন।

ই-মেইল : পোস্টাল মেইলের চেয়ে আজকাল বেশি ইলেকট্রনিক মেইল (ই-মেইল) পাঠানো হয়, এবং কম্পিউটার সেই ই-মেইলের সমস্ত কিছু পরিচালনার কাজ করে।

ভিওআইপি : আইপি কমিউনিকেশনের (ভিওআইপি) সমস্ত ভয়েস কল কম্পিউটার দ্বারা পরিচালনা এবং সম্পন্ন করা হয়।

কম্পিউটার-সহায়ক বক্তৃতা – যারা অক্ষম বা কথা বলতে পারে না তারা তাদের যোগাযোগে সহায়তা করার জন্য কম্পিউটার ব্যবহার করে। উদাহরণস্বরূপ, স্টিফেন হকিং যোগাযোগের জন্য কম্পিউটার ব্যবহার করতেন।

ভয়েস স্বীকৃতি : ভয়েস স্বীকৃতি রেকর্ড করা, অডিও পাঠ বা অন্যান্য তথ্যে অনুবাদ করতে কম্পিউটার ব্যবহার করা হয়।

কিছু প্রযুক্তি (যেমন, জিপিএস এবং ইন্টারনেট) প্রাথমিকভাবে তৈরি করা হয়েছিল প্রতিরক্ষা সম্পর্কিত উদ্দেশ্য সাধন করার নিমিত্তে। কম্পিউটার এখন প্রতিরক্ষা শিল্পের একটি গুরুত্বপূর্ণ দিক হয়ে কাজ করে।

এনক্রিপশন : প্রতিরক্ষা শিল্পে এনক্রিপ্ট যোগাযোগ গোপন রাখতে বা নিরাপদ যোগাযোগ স্থাপন করতে কম্পিউটার ব্যবহার করা হয়।

জিপিএস: জিপিএস সহ কম্পিউটার ব্যবহার সামরিক বাহিনীকে মানুষ এবং সরঞ্জাম ট্র্যাক করতে দেয়, যা কিনা শত্রু পক্ষকে চিহ্নিত করে আক্রমন করতে সুবিধা দেয়।

কম্পিউটার-সহায়ক ফ্লাইট: আজকাল অনেক জেট এবং অন্যান্য বিমান পরিচালনার জন্য কম্পিউটার ব্যবহার করা হয়।

ড্রোন: ড্রোন এর কাজ করার জন্য কম্পিউটার ব্যবহার করা হয়।

কম্পিউটার উন্নত হওয়ার সাথে সাথে শিক্ষা ক্ষেত্রে কম্পিউটার ব্যবহার করা হয়। শিক্ষা ক্ষেত্রে কীভাবে কম্পিউটার ব্যবহার করা যেতে পারে তার একটি তালিকা নিচে দেওয়া হলো।

ইন্টারনেট : একজন শিক্ষার্থী ইন্টারনেটের সাথে সংযুক্ত হলে সে জ্ঞানের অফুরন্ত ভান্ডারের অ্যাক্সেস পায়। অনলাইনে কোর্স করা, দুর্লভ বই পড়া সহ আরও অনেক কাজ করতে পারে।

লার্নিং : কম্পিউটার শিক্ষার্থীদের জন্য ভিজ্যুয়াল লার্নিং সিলেবাস ডিজাইন তৈরি করতে ব্যবহার করা হয়। কম্পিউটারের সাথে বৈদ্যুতিক হোয়াইটবোর্ড ব্যবহার করার মাধ্যমে একজন শিক্ষার্থী হাতে-কলমে অভিজ্ঞতা লাভ করছে।

রাইটিং : যদিও কলম, পেন্সিল বা এমনকি টাইপরাইটার ব্যবহার করে রিপোর্ট করা যেতে পারে, তবে কম্পিউটার প্রতিবেদন লেখা, বিন্যাস, সংরক্ষণ, শেয়ার এবং মুদ্রণ করা ইত্যাদি কাজকে আরও সহজ করে তোলে।

রেকর্ড রাখা: কম্পিউটার শিক্ষার্থীদের স্কোর ট্র্যাক করে, মেধাবী শিক্ষার্থীদের শনাক্ত করে এবং একটি চূড়ান্ত প্রতিবেদন তৈরি করে।

টেস্টিং: কম্পিউটার শিক্ষার্থী এবং শিক্ষকদের পরীক্ষার প্রক্রিয়ায় সহায়তা করে এবং শিক্ষার্থীদের ফলাফলের উপর নজর রাখতে সহায়তা করে।

কম্পিউটার ছাড়া, ইন্টারনেট অচল। কম্পিউটার কীভাবে ইন্টারনেট চালাতে সহায়তা করে তার কয়েকটি উদাহরণ নিচে দেওয়া হলো।

ডিএনএস: যখন https://www.projuktibidda.info/ মতো একটি ইউআরএল টাইপ করা হয়, তখন একটি ডিএনএস এটিকে একটি আইপি ঠিকানায় (172.16.50.5) অনুবাদ করে, যা কম্পিউটারটিকে সার্ভারে নির্দেশ করে।

ওয়েব সার্ভার : প্রত্যেক ওয়েব পৃষ্ঠার জন্য ওয়েব সার্ভার বা কম্পিউটার প্রয়োজন।

প্রোগ্রাম : স্ক্রিপ্ট এবং প্রোগ্রাম চালানোর জন্য কম্পিউটারের প্রয়োজন হয়। উদাহরণস্বরূপ, একটি সার্চ ইঞ্জিন, শপিং কার্ট বা ফোরাম এর প্রোগ্রামগুলির সংরক্ষণের নিমিত্তে একটি কম্পিউটারের প্রয়োজন।

সার্ভিস : ই-মেইল, এফটিপি এবং এসএসএইচ-এর মতো অন্যান্য সার্ভিস গুলির জন্যও কম্পিউটার প্রয়োজন হয়।

চিকিৎসা বা স্বাস্থ্য সেবা ক্ষেত্রেও কম্পিউটার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং এটি প্রতিদিন ব্যবহার করা হয়। কম্পিউটার কীভাবে চিকিৎসা ক্ষেত্রে সাহায্য করে তার উদাহরণ নিচে দেওয়া হল।

মেডিকেল রেকর্ড : চিকিৎসা রেকর্ড ডিজিটালভাবে সংরক্ষণ করতে কম্পিউটার ব্যবহার করা হয়। । এই ফাইলগুলি ডিজিটালভাবে সংরক্ষণ করা দ্রুত অ্যাক্সেস এবং চিকিৎসা তথ্য স্থানান্তরের অনুমতি দেয় যাতে ডাক্তাররা রোগীর ডিটেইলস জানতে পারে।

মনিটরিং : কম্পিউটার একজন রোগীকে পর্যবেক্ষণ করতে সহায়তা করে এবং জরুরি পরিস্থিতিতে কর্মীদের সতর্ক করতে পারে।

গবেষণা : চিকিৎসা গবেষণায় কম্পিউটার খুবই সহায়ক হয়।

রোগ নির্ণয়: কম্পিউটার রোগীর ইতিহাস এবং শর্ত সংগ্রহ থেকে শুরু করে তথ্যের ডাটাবেসের বিরুদ্ধে সেই তথ্য তুলনা করা পর্যন্ত রোগীর রোগ নির্ণয়ে সহায়তা করে।

সার্জারি : সার্জারি করতে কম্পিউটার এবং রোবট অস্ত্রোপচারের জন্য সহায়ক হিসেবে কাজ করে, যা নির্ভুল, দ্রুত এবং কম ঝুঁকি তে কাজ সাধন করে।

কম্পিউটার পরিবহনেও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কম্পিউটার কীভাবে পরিবহন ক্ষেত্রকে সহায়তা করে তার কয়েকটি উদাহরণ নিচে দেওয়া হল।

গাড়ি : বেশিরভাগই এটি উপলব্ধি করতে পারে না, তবে সমস্ত আধুনিক গাড়িতে আজ একাধিক কম্পিউটার থাকে যা যাননিয়ন্ত্রণ এবং পরিচালনা করতে সহায়তা করে।

ট্রাফিক লাইট: ট্র্যাফিক লাইট যা ট্র্যাফিক নিয়ন্ত্রণ করতে সহায়তা করে তা সবই কম্পিউটার দ্বারা পরিচালিত হয়।

জিপিএস: যে গাড়িগুলিতে জিপিএস ম্যাপিং সিস্টেম অন্তর্ভুক্ত রয়েছে তাদের ডিসপ্লে এবং গণনা রুটের জন্য কম্পিউটার রয়েছে।

বিমান : যে বিমানগুলি প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ এবং পণ্য পরিবহনে সহায়তা করে সেগুলিতে কম্পিউটার এমন ভাভে সেট করা থাকে যা বিমান নিয়ন্ত্রণ করতে সহায়তা করে।

পাবলিক পরিবহন: ট্রেন, বাস, সাবওয়ে, এবং সমস্ত ধরনের পাবলিক পরিবহন ট্র্যাফিক প্রবাহ পরিচালনা, অপারেশন পর্যবেক্ষণ এবং পেমেন্ট পরিচালনা করার জন্য কম্পিউটারের উপর অত্যন্ত নির্ভরশীল।

সেল্ফ-ড্রাইভিং গাড়ি : যদিও তুলনামূলকভাবে নতুন, স্বচালিত গাড়িগুলি ক্রমবর্ধমানভাবে জনপ্রিয় হয়ে উঠছে এবং কীভাবে গাড়ি চালানো যায় সে সম্পর্কে সমস্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য কম্পিউটার খুব ই সহায়ক।

মাল্টিমিডিয়া

কম্পিউটার ভিডিও এবং অডিওতেও উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। চলচ্চিত্র এবং অডিও শিল্পে কম্পিউটার কীভাবে ব্যবহার করা হয় তার উদাহরণ নিচে দেওয়া হলো।

ইডিটিং: একবার একটি চলচ্চিত্র, ভিডিও, গান, বা অডিও ট্র্যাক তৈরি হয়ে গেলে কম্পিউটার ফিল্ম বা অডিও ট্র্যাকে ম্যানুয়ালি কাট করার পরিবর্তে সেই মিডিয়া সম্পাদনা করতে পারে।

সিজিআই : কম্পিউটার অ্যানিমেশন এবং সিজিআই বড় বাজেটের চলচ্চিত্রে নির্ভরশীল হয়ে উঠেছে। এই প্রভাবগুলি তৈরি করতে কম্পিউটার এবং কখনো কখনো সার্ভার ব্যবহার করা হয়।

ম্যানিপুলেশন : কম্পিউটার ছবি, ভিডিও এবং অডিও ম্যানিপুলেট করতে পারে। উদাহরণস্বরূপ, কেউ একটি ছবি থেকে উপাদানগুলি যোগ বা অপসারণ করতে অ্যাডোব ফটোশপ ব্যবহার করতে পারে।

রেকর্ডিং এবং প্লেব্যাক : কম্পিউটার অডিও ট্র্যাকগুলির রেকর্ডিং-এ সহায়ক হিসেবে এবং তারপরে বেছে বেছে প্রতিটি অডিও ট্র্যাক প্লেব্যাক করতেও ব্যবহার করা যেতে পারে।

সৃষ্টি : কম্পিউটার নতুন মাল্টিমিডিয়া সামগ্রী তৈরিতে সহায়তা করতেও ব্যবহার করা যেতে পারে। উদাহরণস্বরূপ, একটি কম্পিউটারে ত্রিমাত্রিক অ্যানিমেশন, ত্রিমাত্রিক মডেল বা একটি টেকনো অডিও ট্র্যাক তৈরি করা যেতে পারে। একটি ত্রিমাত্রিত মডেল তৈরি করার পরে, একটি 3ডি প্রিন্টারও একটি পণ্য তৈরি করতে ব্যবহার করা যেতে পারে।

আজকের স্মার্ট টিভি, ডিভিডি প্লেয়ার, ডিভিআর ইত্যাদিতে ডিভাইসটিকে ইন্টারনেটের সাথে সংযুক্ত করতে, অ্যাপগুলি চালাতে এবং আরও অনেক কিছু তে কম্পিউটিং সার্কিট রয়েছে।

কিছু সমস্যা এতটাই জটিল যে মানুষের পক্ষে গণনা করা অসম্ভব বা গণনা করতে খুব বেশি সময় লাগবে। কম্পিউটার সময়মতো এই জটিল সমস্যাগুলি সমাধান করতে সহায়তা করে।

আবহাওয়ার ভবিষ্যদ্বাণী : পৃথিবীতে একটি অত্যন্ত জটিল আবহাওয়া সিস্টেম রয়েছে, এবং কম্পিউটার সমস্ত ভেরিয়েবল সংগ্রহ করে এবং আবহাওয়ার প্রতিবেদন তৈরি করে।

পণ্য সিমুলেশন : কিছু পণ্য ইম্প্রুভমেন্টে যাওয়ার আগে, কম্পিউটার সিমুলেট করে কীভাবে তারা বাস্তব জগতে কাজ করবে।

বিগ ডেটা সিমুলেশন : কম্পিউটারের মাধ্যমে সস্তা ডেটা স্টোরেজ সংস্থাগুলি এখন প্রচুর পরিমাণে ডেটা সঞ্চয় করতে পারে।

কম্পিউটার ব্যবহারের সুবিধা

মানুষ কম্পিউটারের উপর এখন প্রচুর নির্ভরশীল। কম্পিউটার আমাদের জীবনের প্রায় প্রতিটি দিককে প্রভাবিত করে। যদিও কম্পিউটার ব্যবহারের অসুবিধা রয়েছে, আমরা বিশ্বাস করি যে সুবিধাগুলি তার চেয়ে অনেক বেশি।

১. উৎপাদনশীলতা বৃদ্ধি

কম্পিউটার উৎপাদনশীলতা বৃদ্ধি এবং, সফটওয়্যার ডেভেলপমেন্ট করতে সহায়তা করে। সংরক্ষণ, সম্পাদনা, শেয়ার, এবং নথি এবং অক্ষর মুদ্রণ. এই কাজগুলি ও সুন্দর ভাবে করতে পারে।

২. ইন্টারনেটের সাথে সংযোগ করে

একটি কম্পিউটারকে ইন্টারনেটে সংযুক্ত করা মানে হলো এক টি সম্ভাবনাকে আনলক করা। একবার সংযুক্ত হয়ে গেলে, ইচ্ছে মতো এক্সেস করা যায়।

৩. বিপুল পরিমাণ তথ্য সংরক্ষণ করে

কম্পিউটার প্রচুর পরিমাণে তথ্য সংরক্ষণ এবং অ্যাক্সেস করতে সক্ষম। উদাহরণস্বরূপ, ই-বুক পাঠকদের নিমিত্তে কম্পিউটার শত বা হাজার হাজার বই সংরক্ষণ করতে পারে।

এছাড়া ও ডিজিটাল পদ্ধতিতে বই, নথি, সিনেমা, ছবি এবং গান সংরক্ষণ করে,যাতে ডিভাইসগুলির মধ্যে তথ্য অনুসন্ধান এবং ভাগ করে নিয়ে দ্রুত তার কী প্রয়োজন তা খুঁজে পাওয়া যায়। এটি মিডিয়ার অ-ডিজিটাল সংস্করণ তৈরিতে ব্যবহৃত কাগজের প্রয়োজনীয়তা দূর করে।

৪. তথ্যের মাধ্যমে বাছাই,, সংগঠিত এবং অনুসন্ধান করতে সহায়তা করে

পূর্ববর্তী উদাহরণে দেখা গেছে যে, কম্পিউটার হাজার হাজার বই সংরক্ষণ করার ক্ষমতা রাখে। একবার কোনো বই কম্পিউটারে সংরক্ষণ করা হলে, সেগুলো বিভাগগুলিতে বাছাই করা যেতে পারে, বর্ণানুক্রমিক করা যেতে পারে এবং কয়েক সেকেন্ডের মধ্যে কী খুঁজছে তা খুঁজে পেতে অনুসন্ধান করা যেতে পারে। উদাহরণস্বরূপ, ক্যান্সারের জন্য স্ক্রিনকে সহায়তা করার জন্য ডিজাইন করা কম্পিউটার সফটওয়্যার রয়েছে।

৫. সবাইকে কানেক্টেড রাখে।

কম্পিউটার ই-মেইল এবং সামাজিক নেটওয়ার্কিংএর মাধ্যমে প্রত্যেককে দূরপাল্লার বন্ধু এবং পরিবারের সাথে কানেক্টেড রাখতে সহায়তা করে। কেউ স্কাইপের মতো অনলাইন ফোরাম, চ্যাট এবং ভিওআইপি পরিষেবার মাধ্যমে এই আগ্রহ ভাগ করে নেওয়ার জন্য আরও লক্ষ লক্ষ লোকের সাথে সংযোগ স্থাপন করতে পারে। ইন্টারনেটে যোগাযোগ সম্পর্কে আরেকটি দুর্দান্ত বিষয় হলো এটি অন্যান্য ধরনের যোগাযোগের তুলনায় দ্রুত।

৬. অর্থ উপার্জন করতে সহায়তা করে

যখন ইন্টারনেটের সাথে সংযুক্ত থাকে, তখন কম্পিউটার বিভিন্ন উপায়ে অর্থ উপার্জন করতে সহায়তা করতে পারে। উদাহরণস্বরূপ, একটি অনলাইন স্টোর তৈরি করা এবং চালানো একটি অফলাইন দোকান থাকার চেয়ে সস্তা। এছাড়াও, একবার অনলাইনে, স্টোর বা পণ্য একটি বিশ্বব্যাপী শ্রোতা হয়ে গেলে বিশ্বের যে কারোর কাছে বিক্রি করা যায়।

৭. কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করে

কীভাবে কম্পিউটার ব্যবহার করতে হয় তা জানা অথবা কম্পিউটার থাকা কর্মসংস্থানের ক্ষেত্র বিস্তার করে এবং এমনকি বাড়ি থেকেও আয় করার সুযোগ করে দেয়। উদাহরণস্বরূপ, ২০২০ সালের কোভিড-১৯ প্রাদুর্ভাবে, অনেক অফিসের বাড়ি থেকে কাজ করার জন্য তাদের কর্মীদের প্রয়োজন ছিল। কীভাবে কম্পিউটার ব্যবহার করতে হয় তা জানা থাকার কারণে এবং বাড়িতে কম্পিউটার থাকাতে অনেক অফিস কর্মীকে সঙ্কটে সময়ও তাদের কাজ চালিয়ে যেতে পেরেছিল।

৮. মানুষের ক্ষমতা উন্নত করে

কম্পিউটার ব্যবহার করে বানান, শব্দভাণ্ডার, ব্যাকরণ.গণিত সমাধান, মেমরি ইত্যাদির মতো ক্ষমতা উন্নত করা যায়, অথবা কম্পিউটার তার কঠিন সময়ে সহকারী হিসেবে একজনকে সহায়তা যায়।

কম্পিউটার ব্যবহারের অসুবিধা

  • কার্পাল টানেল এবং চোখের চাপ : কম্পিউটারের প্রচুর ইউজের ফলে কার্পাল টানেল সিন্ড্রোমের প্রবণতা বৃদ্ধি পায় যা চোখের স্টেইন বাড়ায়।
  • কম্পিউটার স্ক্রিনের সামনে অনেক ক্ষণ বসে থাকলে বেক পেইন হয়।
  • কম মনোযোগ স্প্যান এবং খুব বেশি মাল্টিটাস্কিং এর কারণে কম্পিউটার ডিভাইস এবং ইন্টারনেটের সাথে, মানুষ তাৎক্ষণিক পরিতৃপ্তির প্রতি আকৃষ্ট হয়েছে, যা মানসিক ক্ষমতা গুলো কে হ্রাস করে। .
  • শেখার পরিধি কে সীমিত করে ফেলে অনেয়া সময় অথবা একটি নির্ভরশীলতা তৈরি করে তবে তা সম্পূর্ণ ইউজারের উপর ডিপেন্ড করে।
  • গোপনীয়তা হারানোর সম্ভাবনা থাকে অনেক সময়। কম্পিউটার এত ব্যক্তিগত তথ্য সংরক্ষণ করার সাথে সাথে, এটি অন্যদের হাতে যাওয়ার ঝুঁকিতে রয়েছে।

কম্পিউটারকে কৃত্রিম বুদ্ধিমত্তা এই বিশেষণে বিশেষায়িত করে যেতে পারে এর দক্ষতা, বিকল্প সমাধান ও অন্যান্য বিষয় বিবেচনা করে। কম্পিউটার প্রোগ্রাম যা শিখে এবং মানিয়ে নেয় তা কৃত্রিম বুদ্ধিমত্তা এবং মেশিন লার্নিংয়ের উদীয়মান ক্ষেত্রের অংশ। সুতরাং কম্পিউটারের যথার্থ ব্যবহার নিশ্চিত করে নিজেরদের মেধা এবং কর্ম ক্ষমতা বিকাশে আমাদের এগিয়ে যেতে হবে।

ন্যানো টেকনোলজি কি? ন্যানো টেকনোলজি ব্যবহার

ফ্রিল্যান্সিং কোন কাজের চাহিদা বেশি, fahima afreen moon.

একটা সময় মানুষ পাথর কিংবা চামড়ায় লিখতো। তারপর বই। আর সেই বই পড়া জাতির থেকে আমরা স্মার্টফোনে ব্লগ পড়া জাতিতে পরিণত হয়েছি। ভবিষ্যৎ হয়তো আরও উন্নত কিছু আসবে। সেই অপেক্ষায়...

Related Posts

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি রচনা

সংবিধান মনে রাখার কৌশল

ফ্রিল্যান্সিং কোন কাজের চাহিদা বেশি

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Save my name, email, and website in this browser for the next time I comment.

You might also like

কিভাবে গুগল এডসেন্স একাউন্ট খুলব

কিভাবে গুগল এডসেন্স একাউন্ট খুলব

টেন্ডা রাউটারের পাসওয়ার্ড পরিবর্তন

টেন্ডা রাউটারের পাসওয়ার্ড পরিবর্তন করার নিয়ম

মোবাইল এপস তৈরি করার নিয়ম

মোবাইল এপস তৈরি করার নিয়ম

বিকাশ এজেন্ট থেকে টাকা পাঠানোর নিয়ম

বিকাশ এজেন্ট থেকে টাকা পাঠানোর নিয়ম

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি রচনা

মানচিত্র কি? স্কেল অনুসারে মানচিত্র কত প্রকার? পৃথিবীর মানচিত্র বাংলায়?

বঙ্গবন্ধু ও বাংলাদেশ রচনা

বঙ্গবন্ধু ও বাংলাদেশ রচনা লিখন

জেনে রাখুন, পুলিশের পদক্রম ও বেতন সাথে পুলিশ র্যাংক ব্যাজ, তাহাজ্জুদ নামাজের নিয়ম ও ফজিলত, বৈধভাবে paypal একাউন্ট খোলার নিয়ম, উপসর্গ মনে রাখার কৌশল.

কিভাবে গুগল এডসেন্স একাউন্ট খুলব

  • Terms And Conditions
  • Privacy Policy

© 2022 ProjuktiBidda - All rights reserved

Welcome Back!

Login to your account below

Remember Me

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Amir info Bangla

টেকনোলজি প্রযুক্তি

কম্পিউটার রচনা computer essay in Bengali 0 (0)

' src=

কম্পিউটারে ৫০০+ শব্দের রচনা

কম্পিউটার রচনা, কম্পিউটারের ইতিহাস, একটি কম্পিউটারের কাজ, কম্পিউটারের উপাদান এবং প্রকার, বিভিন্ন ক্ষেত্রে কম্পিউটারের ব্যবহার, চিকিৎসা ক্ষেত্রে, একটি কম্পিউটার থেকে হুমকি.

ফেসবুকে সিঙ্গেল নাম single name Facebook in Bangla 0 (0)

ইংরেজি শুভ নববর্ষ 2022 নতুন বছরের শুভেচ্ছা বার্তা SMS ছবি কার্ড ছবি এবং GIF 0 (0)

essay on computer in bengali

You may like

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কি | ICT এর সুবিধা ও অসুবিধা এবং গুরুত্ব

তথ্য প্রযুক্তি কি 5 (1)

top 10 seo expert in bangladesh

The Essential Guide for Top 10 SEO Experts in Bangladesh 5 (4)

টুইটার একাউন্ট খোলার নিয়ম || twitter account create on google in Bangla || free twitter account || twitter create account create || create twitter account with same email || twitter sign up with facebook || twitter sign in

টুইটার একাউন্ট খোলার নিয়ম || twitter account create on google in Bangla 5 (1)

ফ্রিল্যান্সিং কি

ফ্রিল্যান্সিং কি | ফ্রিল্যান্সিং কেন করব 5 (2)

গ্রাফিক্স ডিজাইন কি

গ্রাফিক্স ডিজাইন কি || গ্রাফিক্স ডিজাইন কি হারাম 0 (0)

হিরো 420 ফুল মুভি

হিরো ৪২০ বাংলা ফুল মুভি Hero 420 Bangla Full HD Movie Watch 0 (0)

ফেসবুকে কিভাবে টাকা আয় করা যায়

ফেসবুকে কিভাবে টাকা আয় করা যায় 0 (0)

ওয়েবসাইট কি ও কেন

ওয়েবসাইট কি ও কেন 5 (1)

ভাইরাস কিভাবে ক্ষতি করে

কম্পিউটার ভাইরাস কি 5 (2)

নতুন ইমেইল

ইমেইল আইডি খোলার নিয়ম 0 (0)

Your email address will not be published. Required fields are marked *

Save my name, email, and website in this browser for the next time I comment.

The Top 5 Digital Marketing Strategies You Need to Know types of digital marketing

Boost Your Website’s Sales with The Ultimate Digital Marketing Handbook: A Step-by-Step Guide

5 reasons why chattogram challengers will dominate forcun barishal in the upcoming match.

Discover the Best SEO Expert in India for Top-Notch Online Success in Hindi!

Discover the Best SEO Expert in India for Top-Notch Online Success in Hindi!

Top 5 SEO Experts in Bangladesh: Expertise to Boost Your Online Presence

Top 5 SEO Experts in Bangladesh: Expertise to Boost Your Online Presence

"Is the MacBook Air M1 Price in Bangladesh Worth It? An Honest Review 2021

Is the MacBook Air M1 Price in Bangladesh Worth It? An Honest Review 2024

ঘি খাওয়ার নিয়ম

ঘি খাওয়ার নিয়ম শরীরের জন্য ঘি এর উপকা‌রিতা অপকারিতা ও খাওয়ার নিয়ম

greftar

গ্রেফতার বাংলা ফুল মুভি । Grefter Full HD Movie Watch

গ্রামীন এমবি অফার দেখার কোড

জিপি ইন্টারনেট অফার দেখার নিয়ম | গ্রামীন এমবি অফার দেখার কোড

ekannoborti movie

একান্নবর্তী বাংলা ফুল মুভি ২০২১ । Ekannoborti Full HD Movie Watch

শীর্ষ 1000 ফেসবুক নাম সমূহ

শীর্ষ 1000 ফেসবুক নাম সমূহ top 1000 facebook names Bangla

essay on computer in bengali

ইলিনয়ের আর্থিক সঙ্কট রাজ্যটিকে থামিয়ে দিতে পারে

The final 6 'Game of Thrones' episodes might feel like a full season

চূড়ান্ত 6 ‘গেম অফ থ্রোনস’ পর্বগুলি একটি পূর্ণ মরসুমের মতো মনে হতে পারে

New Season 8 Walking Dead trailer flashes forward in time

নতুন সিজন 8 ওয়াকিং ডেড ট্রেলার সময়ের সাথে সাথে সামনের দিকে ফ্ল্যাশ করে

Mod turns 'Counter-Strike' into a 'Tekken' clone with fighting chickens

মোড ‘কাউন্টার-স্ট্রাইক’কে ফাইটিং মুরগির সাথে ‘টেককেন’ ক্লোনে পরিণত করেছে

Meet Superman's grandfather

ক্রিপ্টনের নতুন ট্রেলারে সুপারম্যানের দাদার সাথে দেখা করুন

কম্পিউটার বাংলা রচনা

কম্পিউটার বাংলা রচনা ( Free PDF )

কম্পিউটার বাংলা রচনা | Computer Bengali Rachana | কম্পিউটার রচনা গুরুত্ব |

আপনি কি অনলাইনে কম্পিউটার রচনা PDF, কম্পিউটার রচনা গুরুত্ব, Computer Bengali Rachana  খুঁজছেন,

যদি তাই হয়, 

আপনি সঠিক পোস্টে এসেছেন।

Computer Bangla Rachana পোস্টটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে পড়ার অনুরোধ রইল।

Computer Bengali Rachana ( Pdf )

আধুনিক বিজ্ঞানের এক বিস্ময়ের বিস্ময় কম্পিউটার। মানসিক ও বুদ্ধিগত কাজকে যে যন্ত্র আজ দক্ষভাবে সম্পন্ন করে চলেছে, মানুষকে দিয়েছে স্বস্তির নিশ্বাস, সে এ যুগে বিজ্ঞানের বরপুত্র কম্পিউটার,—বাংলায় ‘যন্ত্রগণক’। এ যন্ত্র আবিষ্কারের সঙ্গে সঙ্গে আমরা প্রযুক্তিবিদ্যায় এক নূতন যুগের দ্বারপ্রান্তে পৌঁছেছি। 

আবিষ্কারের অতীত ইতিহাস

কম্পিউটার আবিষ্কারের সম্ভাবনা নিহিত ছিল একটি সরল শিক্ষণ-সহায়ক যন্ত্রের মধ্যে। যার নাম ছিল অ্যাবাকাস। তার থেকে আবিষ্কৃত হল ক্যালকুলেটর। এটি নড়াচড়া করানো যায় এমন একটি পুঁতির বোর্ড ছিল এর আধার। কিন্তু কমপিউটারের জনক বলা হয় কেম্ব্রিজের অধ্যাপক চার্লস ব্যারেজ নামে এক বিজ্ঞানীকে। ১৯১২ খ্রিস্টাব্দে অ্যানালিটিক্যাল ইঞ্জিন নামে তিনি একটি যন্ত্র আবিষ্কার করেন যা সরল অঙ্ক সরল ভাবেই করতে পারত। 

১৯৩৭ খ্রিস্টাব্দে আমেরিকার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে হাওয়ার্ড আইকেন নামে এক বিজ্ঞানী একটি যন্ত্র আবিষ্কার করেন যা মার্ক টু নাম দিয়ে আই. বি. এম কর্পোরেশন নামে একটি সংস্থা বাজারে বিক্রি শুরু করে। তারপর থেকেই কমপিউটারের জয়যাত্রা শুরু হয়।

আরও পড়ুন ক্লিক করে –

দূরদর্শনের ভালো মন্দ রচনা 

Computer Essay In English

ডাউনলোড পিডিএফ ( কম্পিউটার রচনা )

কম্পিউটারের বৈচিত্র্য ও ব্যবহারিক দিক

কমপিউটার কয়েকটি দশকের মধ্যে যথেষ্ট পরিবর্তন এবং পরিবর্ধন লাভ করেছে। মাঝারি ধরনের কমপিউটার P. C. বা পার্সোনাল কমপিউটার থেকে শুরু করে অতিকায় সুপার কমপিউটার অবধি নানা ধরনের কমপিউটার বর্তমানে রয়েছে। সম্প্রতি ভারতে বসানো হয়েছে সুপার কমপিউটার ‘পরম’, এছাড়া আছে মিনি, সুপার-মিনি বা ল্যাপ-টপ কমপিউটার বা বহনযোগ্য ছোটো কমপিউটার। সৃষ্টি হয়েছে কমপিউটারের নানা ভাষা, বেসিক, কোবল, ফরটার্ন, লোটাস ইত্যাদি। 

আধুনিক জীবনের এমন কোনো ক্ষেত্র নেই যেখানে কমপিউটারের প্রয়োগ নেই। যে-কোনো ধরনের করণিকের এবং হিসাব নিকাশের কাজ এই যন্ত্রগণক করে থাকে। যেমন, ব্যাঙ্কের টাকা লেনদেন, ইলেকট্রিক, টেলিফোন, জীবনবীমা প্রভৃতির বিল প্রণয়ন প্রভৃতিতে সারা বিশ্বজুড়ে কমপিউটারের ব্যবহার হচ্ছে। কলকারখানাগুলিতে বিভিন্ন কাজকর্ম, টেলিযোগাযোগ, বিপজ্জনক এবং স্বাস্থ্যের ঝুঁকিজনিত কাজ প্রভৃতি কমপিউটার দক্ষতার সঙ্গে করতে পারে।

অপরিহার্যতা

রোগনির্ণয়, চিকিৎসাবিজ্ঞানের ক্ষেত্রেও কমপিউটারের অবদান কম নয়। শিক্ষাক্ষেত্রে প্রাথমিক থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত নানা স্তরে কমপিউটার অপরিহার্য হয়ে উঠেছে। অপরিহার্যতা যে-কোনো ধরনের নথি, যেমন পুলিশ রেকর্ড, ডাটা-ব্যাঙ্ক প্রভৃতির ক্ষেত্রেও কমপিউটার অসাধারণ দক্ষতা লাভ করেছে। 

সাময়িক ও প্রতিরক্ষা ক্ষেত্রে এবং মুদ্রণযন্ত্রের ক্ষেত্রেও কমপিউটার বৈপ্লবিক পরিবর্তন ঘটিয়েছে। খেলাধুলা এবং সংগীত জগতেও এমনকি জ্যোতিষচর্চাতেও কমপিউটার এক নতুন উৎকর্ষ লাভ করেছে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রগুলিকে উন্নত করে তুলেছে।

প্রযুক্তির জগতে বিপ্লব

কমপিউটার বিজ্ঞান ও প্রযুক্তির জগতে প্রকৃত অর্থেই এক বিপ্লবের সূচনা করেছে। প্রথমত প্রযুক্তির জগতে কমপিউটার বিভিন্ন কাজের ব্যাপারে অবিশ্বাস্য সময়-সংক্ষেপ করেছে। এর ফলে সামাজিক-অর্থনৈতিক ক্ষেত্রে দ্রুত পরিবর্তন হচ্ছে এবং অগ্রগতি ত্বরান্বিত হচ্ছে। 

দ্বিতীয়ত, কমপিউটারের নির্ভুলতা এবং দক্ষতা মানুষের চেয়ে অনেক বেশি হওয়ায় প্রযুক্তির উৎকর্ষ বৃদ্ধি পেয়েছে। 

তৃতীয়ত, কমপিউটার কোনো কোনো ক্ষেত্রে শ্রমিক-খরচ কমিয়ে মূল্যহ্রাস ঘটিয়েছে এবং পণ্যদ্রব্যকে সাধারণ মানুষের আয়ত্তের মধ্যে এনেছে। ফলে, বিজ্ঞান ও প্রযুক্তির সুফল সাধারণ মানুষ ভোগ করতে পারছে। আবহাওয়া, চিকিৎসা প্রভৃতি কয়েকটি ক্ষেত্রে কমপিউটারের সহায়তায় মানুষ এমন পূর্বাভাস সৃষ্টি করতে পারছে, যা অনেক সম্ভাব্য বিপদ থেকে মানুষকে রক্ষা করা যাচ্ছে।

কমপিউটার কিন্তু কুপ্রভাবও কম বিস্তার করেনি। তৃতীয় বিশ্বের গরিব দেশগুলিতে কমপিউটার প্রয়োগের ফলে বেকার সমস্যা তীব্র আকার ধারণ করেছে। কারণ কমপিউটার মানব-শ্রমিকের স্থান নেওয়ায় নিয়োগের ক্ষেত্র সংকুচিত হয়ে পড়েছে। 

প্রথম-বিশ্বের দেশগুলিতে কমপিউটার নির্ভরশীলতা এমন পর্যায়ে গেছে, যেখানে মানুষ নিজের স্বাভাবিক দক্ষতা হারিয়ে ফেলেছে। বিদেশের ডাক্তারেরা জরুরি অবস্থায় কমপিউটারের সাহায্য ছাড়া রোগীর চিকিৎসা করতে পারছে না।

বর্তমান যুগ তাই কম্পিউটারের যুগ হয়ে পড়েছে। কারণ, কম্পিউটার ছাড়া এ যুগ অচল। হয়তো এমন একদিন আসবে—যেদিন মানুষই কম্পিউটার দ্বারা পরিচালিত হবে। মানুষের শুভ বুদ্ধির ফসল কম্পিউটার পৃথিবীতে মঙ্গলের পথ রচনা করে মানবসভ্যতাকে অগ্রগতি দান করবে বলেই বিশ্বাস।

আরও পড়ুন ক্লিক করে –

বিজ্ঞান ও কুসংস্কার রচনা Pdf Download 

মাতৃভাষার মাধ্যমে শিক্ষাদান রচনা

আপনাকে জানাই অনেক ধন্যবাদ রচনার এই পোস্টটি পড়ার জন্য।

এই পোস্টটি আপনার উপকারে আসলে বন্ধুবান্ধবের সাথে শেয়ার করার অনুরোধ রইল।

Leave a Comment Cancel reply

Save my name, email, and website in this browser for the next time I comment.

Academia.edu no longer supports Internet Explorer.

To browse Academia.edu and the wider internet faster and more securely, please take a few seconds to  upgrade your browser .

Enter the email address you signed up with and we'll email you a reset link.

  • We're Hiring!
  • Help Center

paper cover thumbnail

Communication systems and the social history of technology (essay in Bengali language)

Profile image of Abhijit Roy

A critique of the de-politicizing tropes in the discourses of "communication revolution". I was extremely unhappy about the way this piece was printed without showing me a single proof of the text. Contains a number of printing errors. Also, some lines are abruptly missing on 3 occasions (marked). Horrible production! Still uploading this 15-year old essay, since some might find a few paragraphs interesting (despite it being a somewhat hackneyed 'ideology critique'). These were the first years of the career of computer in India. I, like many in Indian universities at that time, didn't have a 'personal' computer. Shared with many colleagues an MS-DOS system in the UG Arts building at JU. Looking historically at the narrator's gaze (also possibly at the unprofessional approach of the the Bengali Little Magazine then!) would help the reader.

Related Papers

Anurag Gangal

essay on computer in bengali

Timothy Lubin

International Communication Gazette

Keval Kumar

Ger Zielinski

COMS 200 (3 credits) – History of Communication I This course surveys the important social and cultural implications of major developments in communications from prehistory to the electronic era. Required lecture course given in the Department of Art History and Communication Studies, McGill University. Multiple variations on this syllabus taught since then.

HAL (Le Centre pour la Communication Scientifique Directe)

Sunil Sondhi

Dr Yashpal D Netragaonkar

India is a developing country where development is required in each and every sphere of life. Information &Communication Technology plays a significant role in the social set-up of Indian society. Indian Government has also realized that ICT can offer social benefits, so that the Government has started large programs to improve the level of health, education, agriculture, business and to offer government services to their citizens. Information & Communication Technology producing new forms of social interaction and changing ways that people of our society engage with policies of government. In the present Indian context we can’t deny the importance of ICT as it plays a vital role in communication. The usage of ICT is increasing day by day. So this paper mainly focuses on the social relevance of ICT in India.

The rationale for this paper is that the negative trends in present day communication in media and public language in India seem to have formed a complex web of social and political factors in certain sections of society that go beyond any individual, ideology or situation. To find a solution to this problem we need to look within and examine the disconnect between the roots of language in the Indian society and the use to which language is being put by people in certain sections who are not connected with India's linguistic tradition of discipline of words. It is in this context that the classical texts on communication in India need to be explored and relevant ideas adopted for integrative and accommodative communication. Exploration of Indian intellectual tradition in communication is also relevant in the context of the emerging trend of scholars' challenge from the non-Western world against the appropriateness of Eurocentric paradigm of communication. It is argued that the entire focus in India's linguistic tradition has been on restraint and discipline of words 'Sabdanusanam' in accordance with prescribed norms derived from wider social context to achieve meaningful and harmonious communication in the society.

Social Science Computer Review

Grant Blank

Bhakti and India's Early Modernity

Rabi Prakash

Devyani Gupta

Nitin Sinha's work is a significant contribution to the history of communication in modern India. Focusing on eastern India – Bihar, specifically, Sinha draws out the interdependence of spatial transformation and communication networks in nineteenth-century India. In addition to material aspects of geography and knowledge production, however, the author uses networks of exchange and flow to emphasize the physicality of space.

Loading Preview

Sorry, preview is currently unavailable. You can download the paper by clicking the button above.

RELATED PAPERS

Revue des musées de France. Revue du Louvre

Paz Núñez-Regueiro

Applied Physics B

Natalia Korolkova

James Ferguson

Trade Costs and Inclusive Growth: Case Studies Presented by WTO Chair-Holders

Alastaire ALINSATO

Ardian Tiofani

Geoarchaeology

Ercan Erkul

Brazilian Journal of Infectious Diseases

Tatiana Paschoalette Bachur

David Mccabe

Nature Communications

Ludmilla Lokmane

Agri Wiralodra

Tiara Farhainy

Antonia Fonyi

Espacio Tiempo y Forma. Serie V, Historia Contemporánea

Ludger Mees

Paola Llumiquinga

Archivos de bronconeumología

Maya Martínez

Informe del Programa de Arqueología Preventiva. Autorización de Intervención Arqueológica del Instituto Colombiano de Antropología e Historia ICANH N° 6215. Signatura topográfica: ARQ-4909. Biblioteca Especializada - Alicia Dussán de Reichel

Camilo A . León Niño

Barbro Filliquist

wilson Arenas

Molecular Cancer Therapeutics

Online Learning

jill lawrence

jhhjfg hhjhjg

Social Science Research Network

jesus gonzalo

Asian Food Science Journal

Alexandrina Fulop

Vatican ‘Materials and technology project’: il caso degli ushabti di Sety I (con note di restauro)

Alessia Amenta

RELATED TOPICS

  •   We're Hiring!
  •   Help Center
  • Find new research papers in:
  • Health Sciences
  • Earth Sciences
  • Cognitive Science
  • Mathematics
  • Computer Science
  • Academia ©2024

Net Explanations

  • Book Solutions
  • State Boards

Bengali Rachana

Bengali rachana | বাংলা রচনা | class 7, 8, 9, 10, 11, 12.

Bengali Rachana | বাংলা রচনা | Class 7, 8, 9, 10, 11, 12

Bengali Rachana or Bengali essay or বাংলা রচনা is a significant part of Bengali language at school levels and in higher level studies. We all know the fact that essay writing is an important part for enhancing the writing skill in any language, so, writing Bengali essays is equally important to grow the knowledge in Bengali and overall writing skills. Students learn Bengali Rachana at the initial level of primary section. Then after that students have to upgrade their writing quality with advance classes to improve their knowledge and writing. Students of all education boards including CBSE, ICSE have to learn Bengali Rachana who choose Bengali as a language in their academic learning. Though students of west Bengal board who study Bengali as their first language and continue their entire education in Bengali medium learn Bengali Rachana from the initial level. In the present article we will explain about the importance of Bengalirachona for the overall learning of students. We will also describe the needs of studying rachona based on different sections which are important from exam perspective and personal knowledge. Students will score better is if they follow the rules and techniques of rachona entirely. They can include their own style and language in rachona for producing an enriched version of language. We have provided the lists of all sections for Bengali Rachana which are helpful for students of class 6 to class 12 from all boards.

Bigyan sangkrato rachona:

In the modern world, almost everything is technology based that we see around us. In the first paced lifestyle we have to depend on science and technology for each aspects starting from education to production and delivery. Science and technology is such a blessing to us which bring innovative discoveries constantly over time. With the advancement our living becomes so smooth and comfortable through the advantages. We have provided the list of all Bengali Rachana related to science and technology that we have experienced and about to experience in future. Students of all classes from 6-12 will find out rachona for their classes specifically where they will get deep information about scientific knowledge and application in our daily life.

  • প্রতিদিনের জীবনে বিজ্ঞান
  • বিজ্ঞানের ভালো মন্দ
  • বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ

Rachona about Bengal:

It is important to know all about Bengal when a student learn deeply about Bengali language. Through learning Bengalirachona students can know all about Bengal which are important part of their syllabus of Bengalirachona too. In the section we have provided all rachona related to Bengal and its people like seasons of Bengal, festivals of Bengal, famous sports of Bengal, Bengali culture, history etc. which are significant for learning.

  • বাংলার দ্রষ্টব্য স্থান
  • দেশ ভ্রমনের উপকারিতা
  • গ্রামের সন্ধ্যা
  • পর্বতের শোভা
  • পরিবেশ দূষণ ও তার প্রতিকার
  • মানব জীবনে পরিবেশের গুরুত্ব
  • একটি গাছ একটি প্রান
  • বাংলার ফুল ও ফল
  • পশ্চিমবঙ্গের কৃষক
  • আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ
  • স্বদেশ প্রেম
  • পশ্চিমবাংলার পাখি
  • এক জাতি এক প্রাণ একতা
  • ভারতের জাতীয় পতাকা
  • শহর ও গ্রাম
  • জাতীয় ফুল পদ্ম
  • গ্রামের হাট
  • একটি হকারের আত্মকথা
  • একটি পাখির আত্মকথা
  • একটি ভাঙা বাড়ির আত্মকথা
  • একটি নদীর আত্মকথা
  • একটি বটগাছের আত্মকথা
  • বাংলার উৎসব
  • শিক্ষক দিবস
  • একটি রথের মেলার বর্ণনা
  • বাংলার নববর্ষ
  • বিদ্যালয়ে স্বাধীনতা দিবস
  • বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
  • জাতীয় ফল – আম
  • বসন্তের দূত কোকিল
  • কলকাতা মহানগরী
  • মানবাধিকার একটি নতুন আন্দোলন
  • আমার প্রিয় শখ
  • একটি দুঃখের ঘটনা
  • একটি ছুটির দিন
  • আমার জীবনের লক্ষ্য
  • আমার দেখা সার্কাস
  • বিদ্যালয়ে তোমার প্রথম দিন

Samprotik ghatonaboli:

Samprotikghatonaboli or current affairs is an important part of our daily living and learning.  We all must know about what is happening around us daily to be undated over time. Some current affairs have even direct and indirect effects on the living of people. So, we must be aware of it and grasp the knowledge from Bengali Rachana about it. Students will find rachona about any current affairs like international meeting, international defence exercise, inflation, pandemic disease, war, cooperation with neighbour countries, and any national news which are worth knowing and mentioning in academics. All students of class 6-12 will find these Bengali Rachana collection helpful sources for upgrading their knowledge.

Monishider jiboni:

We can always learn something great by reading the biographies or autobiographies of famous persons, poets, freedom fighters, philosophers. We can understand their views and opinions about life which inspire us to focus more on ourselves and our aims. Their stories about life struggles and achievements are great sources of motivation to us. For that we have included biographies of great persons as Bengali Rachana which are required for all classes of students from 6-12.

  • করুনাময় যীশুখ্রীষ্ট
  • হজরত মহম্মদ
  • হাজি মহম্মদ মহসীন
  • রাজা রামমোহন রায়
  • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  • পরম পুরুষ শ্রীরামকৃষ্ণ
  • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
  • মাতা সারদামনি
  • আচার্য জগদীশ চন্দ্র বসু
  • রবীন্দ্রনাথ ঠাকুর
  • স্বামী বিবেকানন্দ
  • চিত্তরঞ্জন দাস
  • ঋষি অরবিন্দ ঘোষ
  • ভগিনী নিবেদিতা
  • মহাত্মা গান্ধী
  • কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
  • মাস্টারদা সূর্যসেন
  • বিপ্লবী ক্ষুদিরাম
  • নেতাজি সুভাষচন্দ্র বসু
  • কাজী নজরুল ইসলাম
  • মাদার টেরিজা
  • সত্যজিৎ রায়
  • কবি সুকান্ত

Also see: West Bengal Board Solution

Conclusion:

We have provided the individual lists for all classes which they will find easily category wise. From the list they will find the rachona according to their requirements which we have arranged sequentially. We are hopeful that students will be greatly benefitted by the Bengali Rachana resources and score well in their upcoming exams. Besides that it will also help their knowledge growth and self-development in rachona writing.

  • For which classes Bengali Rachana has been provided here?

Answer. Students from class 6-12 will find Bengali Rachana of all important categories of their syllabus here in this article.

  • What is Bengali Rachana?

Answer. Bengali Rachana means Bengali essay which students have to write in sectional parts for explain any given topic in a perfectly understandable way.

Sign in to your account

Username or Email Address

Remember Me

Confirm Password *

By registering, you agree to the Terms of Service and Privacy Policy . *

Username or email *

Forgot Password

Lost your password? Please enter your email address. You will receive a link and will create a new password via email.

Sorry, you do not have a permission to ask a question, You must login to ask question.

Bengali Forum Logo

Bengali Forum

বিভিন্ন বিষয়ের উপর বাংলা রচনা | bengali essay online.

essay on computer in bengali

  • 16 Questions
  • 418 Answers
  • 14 Best Answers
  • 2,117 Points

বাংলা রচনা:

1. বিজ্ঞান মনস্কতা | Scientific Attitude Essay

2. সমাজসেবা ও ছাত্রসমাজ রচনা | Essay on Social Work and Students

3. সমাজসেবা ও ছাত্রসমাজ রচনা | Essay on Social Work and Students

4. শিক্ষা বিস্তারে গণমাধ্যমের ভূমিকা | Role of Mass Media in Education Essay

5. ভয়ংকর এক প্রাকৃতিক বিপর্যয় | Prakritik Biporjoy Essay in

6. জাতীয় সংহতি ও বিচ্ছিন্নতাবাদ | Jatiya Sanhati Essay in Bengali or National Integration Essay

7. ক্রিকেট খেলা | Essay on Cricket in Bengali language

8. গ্রন্থাগার বা লাইব্রেরী | Library Essay in Bengali language

9. বাংলাদেশের নদ নদী | Bangladesher Nod Nodi Essay

10. আমার প্রিয় গ্রন্থ । আমার প্রিয় বই | amar priyo grontho essay in bengali

আরও রচনা দেখুন এখানে

You must login to add an answer.

Add Bengali Forum to your Homescreen!

presentation on area

presentation on area

  • business plan
  • course work
  • research paper

Essay on Computer and its Uses for School Students and Children

500+ words essay on computer.

In this essay on computer, we are going to discuss some useful things about computers. The modern-day computer has become an important part of our daily life. Also, their usage has increased much fold during the last decade. Nowadays, they use the computer in every office whether private or government. Mankind is using computers for over many decades now. Also, they are used in many fields like agriculture, designing, machinery making, defense and many more. Above all, they have revolutionized the whole world.

essay on computer

History of Computers

It is very difficult to find the exact origin of computers. But according to some experts computer exists at the time of world war-II. Also, at that time they were used for keeping data. But, it was for only government use and not for public use. Above all, in the beginning, the computer was a very large and heavy machine.

Working of a Computer 

The computer runs on a three-step cycle namely input, process, and output. Also, the computer follows this cycle in every process it was asked to do. In simple words, the process can be explained in this way. The data which we feed into the computer is input, the work CPU do is process and the result which the computer give is output.

Components and Types of Computer

The simple computer basically consists of CPU, monitor, mouse, and keyboard . Also, there are hundreds of other computer parts that can be attached to it. These other parts include a printer, laser pen, scanner , etc.

The computer is categorized into many different types like supercomputers, mainframes, personal computers (desktop), PDAs, laptop, etc. The mobile phone is also a type of computer because it fulfills all the criteria of being a computer.

Get the huge list of more than 500 Essay Topics and Ideas

Uses of Computer in Various Fields

As the usage of computer increased it became a necessity for almost every field to use computers for their operations. Also, they have made working and sorting things easier. Below we are mentioning some of the important fields that use a computer in their daily operation.

Medical Field

They use computers to diagnose diseases, run tests and for finding the cure for deadly diseases . Also, they are able to find a cure for many diseases because of computers.

Whether it’s scientific research, space research or any social research computers help in all of them. Also, due to them, we are able to keep a check on the environment , space, and society. Space research helped us to explore the galaxies. While scientific research has helped us to locate resources and various other useful resources from the earth.

For any country, his defence is most important for the safety and security of its people. Also, computer in this field helps the country’s security agencies to detect a threat which can be harmful in the future. Above all the defense industry use them to keep surveillance on our enemy.

Threats from a Computer

Computers have become a necessity also, they have become a threat too. This is due to hackers who steal your private data and leak them on internet. Also, anyone can access this data. Apart from that, there are other threats like viruses, spams, bug and many other problems.

essay on computer in bengali

The computer is a very important machine that has become a useful part of our life. Also, the computers have twin-faces on one side it’s a boon and on the other side, it’s a bane. Its uses completely depend upon you. Apart from that, a day in the future will come when human civilization won’t be able to survive without computers as we depend on them too much. Till now it is a great discovery of mankind that has helped in saving thousands and millions of lives.

Frequently Asked Questions on Computer

Q.1  What is a computer?

A.1 A computer is an electronic device or machine that makes our work easier. Also, they help us in many ways.

Q.2 Mention various fields where computers are used?

A.2  Computers are majorly used in defense, medicine, and for research purposes.

Customize your course in 30 seconds

Which class are you in.

tutor

  • Travelling Essay
  • Picnic Essay
  • Our Country Essay
  • My Parents Essay
  • Essay on Favourite Personality
  • Essay on Memorable Day of My Life
  • Essay on Knowledge is Power
  • Essay on Gurpurab
  • Essay on My Favourite Season
  • Essay on Types of Sports

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Download the App

Google Play

  • CBSE Class 10th
  • CBSE Class 12th
  • UP Board 10th
  • UP Board 12th
  • Bihar Board 10th
  • Bihar Board 12th
  • Top Schools in India
  • Top Schools in Delhi
  • Top Schools in Mumbai
  • Top Schools in Chennai
  • Top Schools in Hyderabad
  • Top Schools in Kolkata
  • Top Schools in Pune
  • Top Schools in Bangalore

Products & Resources

  • JEE Main Knockout April
  • Free Sample Papers
  • Free Ebooks
  • NCERT Notes
  • NCERT Syllabus
  • NCERT Books
  • RD Sharma Solutions
  • Navodaya Vidyalaya Admission 2024-25
  • NCERT Solutions
  • NCERT Solutions for Class 12
  • NCERT Solutions for Class 11
  • NCERT solutions for Class 10
  • NCERT solutions for Class 9
  • NCERT solutions for Class 8
  • NCERT Solutions for Class 7
  • JEE Main 2024
  • MHT CET 2024
  • JEE Advanced 2024
  • BITSAT 2024
  • View All Engineering Exams
  • Colleges Accepting B.Tech Applications
  • Top Engineering Colleges in India
  • Engineering Colleges in India
  • Engineering Colleges in Tamil Nadu
  • Engineering Colleges Accepting JEE Main
  • Top IITs in India
  • Top NITs in India
  • Top IIITs in India
  • JEE Main College Predictor
  • JEE Main Rank Predictor
  • MHT CET College Predictor
  • AP EAMCET College Predictor
  • GATE College Predictor
  • KCET College Predictor
  • JEE Advanced College Predictor
  • View All College Predictors
  • JEE Main Question Paper
  • JEE Main Cutoff
  • JEE Main Answer Key
  • JEE Main Result
  • Download E-Books and Sample Papers
  • Compare Colleges
  • B.Tech College Applications
  • JEE Advanced Registration
  • MAH MBA CET Exam
  • View All Management Exams

Colleges & Courses

  • MBA College Admissions
  • MBA Colleges in India
  • Top IIMs Colleges in India
  • Top Online MBA Colleges in India
  • MBA Colleges Accepting XAT Score
  • BBA Colleges in India
  • XAT College Predictor 2024
  • SNAP College Predictor
  • NMAT College Predictor
  • MAT College Predictor 2024
  • CMAT College Predictor 2024
  • CAT Percentile Predictor 2023
  • CAT 2023 College Predictor
  • CMAT 2024 Registration
  • TS ICET 2024 Registration
  • CMAT Exam Date 2024
  • MAH MBA CET Cutoff 2024
  • Download Helpful Ebooks
  • List of Popular Branches
  • QnA - Get answers to your doubts
  • IIM Fees Structure
  • AIIMS Nursing
  • Top Medical Colleges in India
  • Top Medical Colleges in India accepting NEET Score
  • Medical Colleges accepting NEET
  • List of Medical Colleges in India
  • List of AIIMS Colleges In India
  • Medical Colleges in Maharashtra
  • Medical Colleges in India Accepting NEET PG
  • NEET College Predictor
  • NEET PG College Predictor
  • NEET MDS College Predictor
  • DNB CET College Predictor
  • DNB PDCET College Predictor
  • NEET Application Form 2024
  • NEET PG Application Form 2024
  • NEET Cut off
  • NEET Online Preparation
  • Download Helpful E-books
  • LSAT India 2024
  • Colleges Accepting Admissions
  • Top Law Colleges in India
  • Law College Accepting CLAT Score
  • List of Law Colleges in India
  • Top Law Colleges in Delhi
  • Top Law Collages in Indore
  • Top Law Colleges in Chandigarh
  • Top Law Collages in Lucknow

Predictors & E-Books

  • CLAT College Predictor
  • MHCET Law ( 5 Year L.L.B) College Predictor
  • AILET College Predictor
  • Sample Papers
  • Compare Law Collages
  • Careers360 Youtube Channel
  • CLAT Syllabus 2025
  • CLAT Previous Year Question Paper
  • AIBE 18 Result 2023
  • NID DAT Exam
  • Pearl Academy Exam

Animation Courses

  • Animation Courses in India
  • Animation Courses in Bangalore
  • Animation Courses in Mumbai
  • Animation Courses in Pune
  • Animation Courses in Chennai
  • Animation Courses in Hyderabad
  • Design Colleges in India
  • Fashion Design Colleges in Bangalore
  • Fashion Design Colleges in Mumbai
  • Fashion Design Colleges in Pune
  • Fashion Design Colleges in Delhi
  • Fashion Design Colleges in Hyderabad
  • Fashion Design Colleges in India
  • Top Design Colleges in India
  • Free Design E-books
  • List of Branches
  • Careers360 Youtube channel
  • NIFT College Predictor
  • UCEED College Predictor
  • NID DAT College Predictor
  • IPU CET BJMC
  • JMI Mass Communication Entrance Exam
  • IIMC Entrance Exam
  • Media & Journalism colleges in Delhi
  • Media & Journalism colleges in Bangalore
  • Media & Journalism colleges in Mumbai
  • List of Media & Journalism Colleges in India
  • CA Intermediate
  • CA Foundation
  • CS Executive
  • CS Professional
  • Difference between CA and CS
  • Difference between CA and CMA
  • CA Full form
  • CMA Full form
  • CS Full form
  • CA Salary In India

Top Courses & Careers

  • Bachelor of Commerce (B.Com)
  • Master of Commerce (M.Com)
  • Company Secretary
  • Cost Accountant
  • Charted Accountant
  • Credit Manager
  • Financial Advisor
  • Top Commerce Colleges in India
  • Top Government Commerce Colleges in India
  • Top Private Commerce Colleges in India
  • Top M.Com Colleges in Mumbai
  • Top B.Com Colleges in India
  • IT Colleges in Tamil Nadu
  • IT Colleges in Uttar Pradesh
  • MCA Colleges in India
  • BCA Colleges in India

Quick Links

  • Information Technology Courses
  • Programming Courses
  • Web Development Courses
  • Data Analytics Courses
  • Big Data Analytics Courses
  • RUHS Pharmacy Admission Test
  • Top Pharmacy Colleges in India
  • Pharmacy Colleges in Pune
  • Pharmacy Colleges in Mumbai
  • Colleges Accepting GPAT Score
  • Pharmacy Colleges in Lucknow
  • List of Pharmacy Colleges in Nagpur
  • GPAT Result
  • GPAT 2024 Admit Card
  • GPAT Question Papers
  • NCHMCT JEE 2024
  • Mah BHMCT CET
  • Top Hotel Management Colleges in Delhi
  • Top Hotel Management Colleges in Hyderabad
  • Top Hotel Management Colleges in Mumbai
  • Top Hotel Management Colleges in Tamil Nadu
  • Top Hotel Management Colleges in Maharashtra
  • B.Sc Hotel Management
  • Hotel Management
  • Diploma in Hotel Management and Catering Technology

Diploma Colleges

  • Top Diploma Colleges in Maharashtra
  • UPSC IAS 2024
  • SSC CGL 2024
  • IBPS RRB 2024
  • Previous Year Sample Papers
  • Free Competition E-books
  • Sarkari Result
  • QnA- Get your doubts answered
  • UPSC Previous Year Sample Papers
  • CTET Previous Year Sample Papers
  • SBI Clerk Previous Year Sample Papers
  • NDA Previous Year Sample Papers

Upcoming Events

  • NDA Application Form 2024
  • UPSC IAS Application Form 2024
  • CDS Application Form 2024
  • CTET Admit card 2024
  • HP TET Result 2023
  • SSC GD Constable Admit Card 2024
  • UPTET Notification 2024
  • SBI Clerk Result 2024

Other Exams

  • SSC CHSL 2024
  • UP PCS 2024
  • UGC NET 2024
  • RRB NTPC 2024
  • IBPS PO 2024
  • IBPS Clerk 2024
  • IBPS SO 2024
  • Top University in USA
  • Top University in Canada
  • Top University in Ireland
  • Top Universities in UK
  • Top Universities in Australia
  • Best MBA Colleges in Abroad
  • Business Management Studies Colleges

Top Countries

  • Study in USA
  • Study in UK
  • Study in Canada
  • Study in Australia
  • Study in Ireland
  • Study in Germany
  • Study in China
  • Study in Europe

Student Visas

  • Student Visa Canada
  • Student Visa UK
  • Student Visa USA
  • Student Visa Australia
  • Student Visa Germany
  • Student Visa New Zealand
  • Student Visa Ireland
  • CUET PG 2024
  • IGNOU B.Ed Admission 2024
  • DU Admission
  • UP B.Ed JEE 2024
  • DDU Entrance Exam
  • IIT JAM 2024
  • IGNOU Online Admission 2024
  • Universities in India
  • Top Universities in India 2024
  • Top Colleges in India
  • Top Universities in Uttar Pradesh 2024
  • Top Universities in Bihar
  • Top Universities in Madhya Pradesh 2024
  • Top Universities in Tamil Nadu 2024
  • Central Universities in India
  • CUET PG Admit Card 2024
  • IGNOU Date Sheet
  • CUET Mock Test 2024
  • CUET Application Form 2024
  • CUET PG Syllabus 2024
  • CUET Participating Universities 2024
  • CUET Previous Year Question Paper
  • CUET Syllabus 2024 for Science Students
  • E-Books and Sample Papers
  • CUET Exam Pattern 2024
  • CUET Exam Date 2024
  • CUET Syllabus 2024
  • IGNOU Exam Form 2024
  • IGNOU Result
  • CUET PG Courses 2024

Engineering Preparation

  • Knockout JEE Main 2024
  • Test Series JEE Main 2024
  • JEE Main 2024 Rank Booster

Medical Preparation

  • Knockout NEET 2024
  • Test Series NEET 2024
  • Rank Booster NEET 2024

Online Courses

  • JEE Main One Month Course
  • NEET One Month Course
  • IBSAT Free Mock Tests
  • IIT JEE Foundation Course
  • Knockout BITSAT 2024
  • Career Guidance Tool

Top Streams

  • IT & Software Certification Courses
  • Engineering and Architecture Certification Courses
  • Programming And Development Certification Courses
  • Business and Management Certification Courses
  • Marketing Certification Courses
  • Health and Fitness Certification Courses
  • Design Certification Courses

Specializations

  • Digital Marketing Certification Courses
  • Cyber Security Certification Courses
  • Artificial Intelligence Certification Courses
  • Business Analytics Certification Courses
  • Data Science Certification Courses
  • Cloud Computing Certification Courses
  • Machine Learning Certification Courses
  • View All Certification Courses
  • UG Degree Courses
  • PG Degree Courses
  • Short Term Courses
  • Free Courses
  • Online Degrees and Diplomas
  • Compare Courses

Top Providers

  • Coursera Courses
  • Udemy Courses
  • Edx Courses
  • Swayam Courses
  • upGrad Courses
  • Simplilearn Courses
  • Great Learning Courses

Access premium articles, webinars, resources to make the best decisions for career, course, exams, scholarships, study abroad and much more with

Plan, Prepare & Make the Best Career Choices

Importance Of Computer Essay - 100, 200, 500 Words

  • Essay on The Importance of Computer-

It perfectly suits the era we are presently living in. With the development of Science and Technology, computers have become an essential part of human life. The lives of people revolve around technology. Computers are used in every sector. The computer was invented by Charles Babbage from students to working professionals, entrepreneurs, and prominent business owners; computers are used for various purposes. Here are a few sample essays on the importance of computers.

100 Words Essay on The Importance of Computer

200 words essay on the importance of computer, 500 words essay on the importance of computer.

Importance Of Computer Essay - 100, 200, 500 Words

A computer is a modern and complex machine, adequate for performing various tasks in a fraction of a second. These devices are used in various fields such as educational and medical fields. In the education field, a computer is used for teaching and learning purposes. In the modern era, a computer is used for smart classes (computer-based learning) to make sessions informative, and interactive and to ensure that students capture and understand the significant information of all the topics and it does not skip their mind. Various prominent software has been developed to enhance the learning and skills of students and teachers. Computers are used in medical sectors for X-rays, CT scans, MRI scans, etc, to monitor and store the records of patients.

Technology has changed the aspects of life and has made life better. Computers are popular electronic devices that can be used to write documents, play games, send an email, make presentations and designs and browse the internet for finding information. The older generation systems were less effective and had fewer functions but improvisations have been made to make these systems effective and more useful. Computers have made life easy for individuals as one can find information about anything they are looking for at their own pace.

These are used in various places like colleges, schools, hospitals, universities, homes, offices, banks, government organisations, airports, railways, etc. These systems help in communication, storage of data, learning and improving skills, etc. Manual labour has been reduced because of the various software available on computers. This software helps in the calculation, making presentations, writing, online shopping, printing materials, booking tickets, etc.

Nowadays, most activities like traffic control, movement of people in societies, etc. are monitored by computers. High-performance computers are used in the field of Science and Engineering to stimulate dynamic processes, topographic images, plotting and analysing data, and for research and development. They are also used to digitise photographs, make animations and graphic designing, dance, arts, and culture.

Computers have become an essential part of modern lives. These systems serve as a convenient information source for managing organisations and accomplishing various tasks. This is one of the significant reasons that computers are in higher demand for banking, entertainment, education, businesses, administration work, and in industries. The computer generation and delivery market are thriving across the world. From large computer systems to handy systems (laptops); computers are present in all organisations. No organisation, industry, or business can function independently of these systems. They are used for various purposes in different sectors.

Use of Computers in Different Sectors

Computers are used in businesses of small and large scale to store data. It helps business owners to record their company data, information, and salaries of employees, and to allow the work to employees. Different software available in the systems also helps them to store the progress of the employees. They are being extensively used for educational purposes.

Computers have replaced books as large amounts of information and knowledge is widely available via the internet. The present generation (generation Z) is completely dependent on these systems for their educational purposes. Schools, institutes, and universities are dependent on computers to store the information, record, and progress of students. Computer-based learning has been introduced in schools. Educational organisations have also introduced computers as a subject to educate students about emerging technology.

The invention of these systems has also generated employment and a whole sector is dedicated to these systems, that is the IT (Information Technology) sector.

The use of computers does not limit to these sectors but also expands to governmental organisations, home, and medical sectors. Computers are used in the medical sector to monitor patients' blood pressure and respiration rate. It helps in storing medical and patient data to deliver quality health care. This information is useful to improve the treatment of the patient. The data stored in systems of medical care units can help in the analysis of disease and control it before it turns out to be epidemic. Nowadays, computer-assisted surgery has been introduced in hospitals which have turned out to be a blessing.

In the government sector, it is used for data processing, maintaining the data of citizens like their birth, location, number of family members, and death. The defence organisation of countries has benefited from these systems for satellites, missile development, rocket launches, etc. Computers are also being used for banking purposes. The use of computers has introduced paperless eco-friendly systems.

The Pandemic Period

None of us can ever forget the lockdown period when Covid cases were rising rapidly, we were locked in our houses and no sector was working except the medical sector. During these times when we understood the importance of computers in our life because these systems helped us to connect not only to our loved ones but also to our colleagues and to continue working with the help of our systems. The lockdown period showed the importance of these systems to humankind and it turned out to be a blessing in the middle of chaos. Most companies and educational sectors became dependent on these systems to function properly.

Explore Career Options (By Industry)

  • Construction
  • Entertainment
  • Manufacturing
  • Information Technology

Data Administrator

Database professionals use software to store and organise data such as financial information, and customer shipping records. Individuals who opt for a career as data administrators ensure that data is available for users and secured from unauthorised sales. DB administrators may work in various types of industries. It may involve computer systems design, service firms, insurance companies, banks and hospitals.

Bio Medical Engineer

The field of biomedical engineering opens up a universe of expert chances. An Individual in the biomedical engineering career path work in the field of engineering as well as medicine, in order to find out solutions to common problems of the two fields. The biomedical engineering job opportunities are to collaborate with doctors and researchers to develop medical systems, equipment, or devices that can solve clinical problems. Here we will be discussing jobs after biomedical engineering, how to get a job in biomedical engineering, biomedical engineering scope, and salary. 

Ethical Hacker

A career as ethical hacker involves various challenges and provides lucrative opportunities in the digital era where every giant business and startup owns its cyberspace on the world wide web. Individuals in the ethical hacker career path try to find the vulnerabilities in the cyber system to get its authority. If he or she succeeds in it then he or she gets its illegal authority. Individuals in the ethical hacker career path then steal information or delete the file that could affect the business, functioning, or services of the organization.

GIS officer work on various GIS software to conduct a study and gather spatial and non-spatial information. GIS experts update the GIS data and maintain it. The databases include aerial or satellite imagery, latitudinal and longitudinal coordinates, and manually digitized images of maps. In a career as GIS expert, one is responsible for creating online and mobile maps.

Data Analyst

The invention of the database has given fresh breath to the people involved in the data analytics career path. Analysis refers to splitting up a whole into its individual components for individual analysis. Data analysis is a method through which raw data are processed and transformed into information that would be beneficial for user strategic thinking.

Data are collected and examined to respond to questions, evaluate hypotheses or contradict theories. It is a tool for analyzing, transforming, modeling, and arranging data with useful knowledge, to assist in decision-making and methods, encompassing various strategies, and is used in different fields of business, research, and social science.

Geothermal Engineer

Individuals who opt for a career as geothermal engineers are the professionals involved in the processing of geothermal energy. The responsibilities of geothermal engineers may vary depending on the workplace location. Those who work in fields design facilities to process and distribute geothermal energy. They oversee the functioning of machinery used in the field.

Database Architect

If you are intrigued by the programming world and are interested in developing communications networks then a career as database architect may be a good option for you. Data architect roles and responsibilities include building design models for data communication networks. Wide Area Networks (WANs), local area networks (LANs), and intranets are included in the database networks. It is expected that database architects will have in-depth knowledge of a company's business to develop a network to fulfil the requirements of the organisation. Stay tuned as we look at the larger picture and give you more information on what is db architecture, why you should pursue database architecture, what to expect from such a degree and what your job opportunities will be after graduation. Here, we will be discussing how to become a data architect. Students can visit NIT Trichy , IIT Kharagpur , JMI New Delhi . 

Remote Sensing Technician

Individuals who opt for a career as a remote sensing technician possess unique personalities. Remote sensing analysts seem to be rational human beings, they are strong, independent, persistent, sincere, realistic and resourceful. Some of them are analytical as well, which means they are intelligent, introspective and inquisitive. 

Remote sensing scientists use remote sensing technology to support scientists in fields such as community planning, flight planning or the management of natural resources. Analysing data collected from aircraft, satellites or ground-based platforms using statistical analysis software, image analysis software or Geographic Information Systems (GIS) is a significant part of their work. Do you want to learn how to become remote sensing technician? There's no need to be concerned; we've devised a simple remote sensing technician career path for you. Scroll through the pages and read.

Budget Analyst

Budget analysis, in a nutshell, entails thoroughly analyzing the details of a financial budget. The budget analysis aims to better understand and manage revenue. Budget analysts assist in the achievement of financial targets, the preservation of profitability, and the pursuit of long-term growth for a business. Budget analysts generally have a bachelor's degree in accounting, finance, economics, or a closely related field. Knowledge of Financial Management is of prime importance in this career.

Underwriter

An underwriter is a person who assesses and evaluates the risk of insurance in his or her field like mortgage, loan, health policy, investment, and so on and so forth. The underwriter career path does involve risks as analysing the risks means finding out if there is a way for the insurance underwriter jobs to recover the money from its clients. If the risk turns out to be too much for the company then in the future it is an underwriter who will be held accountable for it. Therefore, one must carry out his or her job with a lot of attention and diligence.

Finance Executive

Product manager.

A Product Manager is a professional responsible for product planning and marketing. He or she manages the product throughout the Product Life Cycle, gathering and prioritising the product. A product manager job description includes defining the product vision and working closely with team members of other departments to deliver winning products.  

Operations Manager

Individuals in the operations manager jobs are responsible for ensuring the efficiency of each department to acquire its optimal goal. They plan the use of resources and distribution of materials. The operations manager's job description includes managing budgets, negotiating contracts, and performing administrative tasks.

Stock Analyst

Individuals who opt for a career as a stock analyst examine the company's investments makes decisions and keep track of financial securities. The nature of such investments will differ from one business to the next. Individuals in the stock analyst career use data mining to forecast a company's profits and revenues, advise clients on whether to buy or sell, participate in seminars, and discussing financial matters with executives and evaluate annual reports.

A Researcher is a professional who is responsible for collecting data and information by reviewing the literature and conducting experiments and surveys. He or she uses various methodological processes to provide accurate data and information that is utilised by academicians and other industry professionals. Here, we will discuss what is a researcher, the researcher's salary, types of researchers.

Welding Engineer

Welding Engineer Job Description: A Welding Engineer work involves managing welding projects and supervising welding teams. He or she is responsible for reviewing welding procedures, processes and documentation. A career as Welding Engineer involves conducting failure analyses and causes on welding issues. 

Transportation Planner

A career as Transportation Planner requires technical application of science and technology in engineering, particularly the concepts, equipment and technologies involved in the production of products and services. In fields like land use, infrastructure review, ecological standards and street design, he or she considers issues of health, environment and performance. A Transportation Planner assigns resources for implementing and designing programmes. He or she is responsible for assessing needs, preparing plans and forecasts and compliance with regulations.

Environmental Engineer

Individuals who opt for a career as an environmental engineer are construction professionals who utilise the skills and knowledge of biology, soil science, chemistry and the concept of engineering to design and develop projects that serve as solutions to various environmental problems. 

Safety Manager

A Safety Manager is a professional responsible for employee’s safety at work. He or she plans, implements and oversees the company’s employee safety. A Safety Manager ensures compliance and adherence to Occupational Health and Safety (OHS) guidelines.

Conservation Architect

A Conservation Architect is a professional responsible for conserving and restoring buildings or monuments having a historic value. He or she applies techniques to document and stabilise the object’s state without any further damage. A Conservation Architect restores the monuments and heritage buildings to bring them back to their original state.

Structural Engineer

A Structural Engineer designs buildings, bridges, and other related structures. He or she analyzes the structures and makes sure the structures are strong enough to be used by the people. A career as a Structural Engineer requires working in the construction process. It comes under the civil engineering discipline. A Structure Engineer creates structural models with the help of computer-aided design software. 

Highway Engineer

Highway Engineer Job Description:  A Highway Engineer is a civil engineer who specialises in planning and building thousands of miles of roads that support connectivity and allow transportation across the country. He or she ensures that traffic management schemes are effectively planned concerning economic sustainability and successful implementation.

Field Surveyor

Are you searching for a Field Surveyor Job Description? A Field Surveyor is a professional responsible for conducting field surveys for various places or geographical conditions. He or she collects the required data and information as per the instructions given by senior officials. 

Orthotist and Prosthetist

Orthotists and Prosthetists are professionals who provide aid to patients with disabilities. They fix them to artificial limbs (prosthetics) and help them to regain stability. There are times when people lose their limbs in an accident. In some other occasions, they are born without a limb or orthopaedic impairment. Orthotists and prosthetists play a crucial role in their lives with fixing them to assistive devices and provide mobility.

Pathologist

A career in pathology in India is filled with several responsibilities as it is a medical branch and affects human lives. The demand for pathologists has been increasing over the past few years as people are getting more aware of different diseases. Not only that, but an increase in population and lifestyle changes have also contributed to the increase in a pathologist’s demand. The pathology careers provide an extremely huge number of opportunities and if you want to be a part of the medical field you can consider being a pathologist. If you want to know more about a career in pathology in India then continue reading this article.

Veterinary Doctor

Speech therapist, gynaecologist.

Gynaecology can be defined as the study of the female body. The job outlook for gynaecology is excellent since there is evergreen demand for one because of their responsibility of dealing with not only women’s health but also fertility and pregnancy issues. Although most women prefer to have a women obstetrician gynaecologist as their doctor, men also explore a career as a gynaecologist and there are ample amounts of male doctors in the field who are gynaecologists and aid women during delivery and childbirth. 

Audiologist

The audiologist career involves audiology professionals who are responsible to treat hearing loss and proactively preventing the relevant damage. Individuals who opt for a career as an audiologist use various testing strategies with the aim to determine if someone has a normal sensitivity to sounds or not. After the identification of hearing loss, a hearing doctor is required to determine which sections of the hearing are affected, to what extent they are affected, and where the wound causing the hearing loss is found. As soon as the hearing loss is identified, the patients are provided with recommendations for interventions and rehabilitation such as hearing aids, cochlear implants, and appropriate medical referrals. While audiology is a branch of science that studies and researches hearing, balance, and related disorders.

An oncologist is a specialised doctor responsible for providing medical care to patients diagnosed with cancer. He or she uses several therapies to control the cancer and its effect on the human body such as chemotherapy, immunotherapy, radiation therapy and biopsy. An oncologist designs a treatment plan based on a pathology report after diagnosing the type of cancer and where it is spreading inside the body.

Are you searching for an ‘Anatomist job description’? An Anatomist is a research professional who applies the laws of biological science to determine the ability of bodies of various living organisms including animals and humans to regenerate the damaged or destroyed organs. If you want to know what does an anatomist do, then read the entire article, where we will answer all your questions.

For an individual who opts for a career as an actor, the primary responsibility is to completely speak to the character he or she is playing and to persuade the crowd that the character is genuine by connecting with them and bringing them into the story. This applies to significant roles and littler parts, as all roles join to make an effective creation. Here in this article, we will discuss how to become an actor in India, actor exams, actor salary in India, and actor jobs. 

Individuals who opt for a career as acrobats create and direct original routines for themselves, in addition to developing interpretations of existing routines. The work of circus acrobats can be seen in a variety of performance settings, including circus, reality shows, sports events like the Olympics, movies and commercials. Individuals who opt for a career as acrobats must be prepared to face rejections and intermittent periods of work. The creativity of acrobats may extend to other aspects of the performance. For example, acrobats in the circus may work with gym trainers, celebrities or collaborate with other professionals to enhance such performance elements as costume and or maybe at the teaching end of the career.

Video Game Designer

Career as a video game designer is filled with excitement as well as responsibilities. A video game designer is someone who is involved in the process of creating a game from day one. He or she is responsible for fulfilling duties like designing the character of the game, the several levels involved, plot, art and similar other elements. Individuals who opt for a career as a video game designer may also write the codes for the game using different programming languages.

Depending on the video game designer job description and experience they may also have to lead a team and do the early testing of the game in order to suggest changes and find loopholes.

Radio Jockey

Radio Jockey is an exciting, promising career and a great challenge for music lovers. If you are really interested in a career as radio jockey, then it is very important for an RJ to have an automatic, fun, and friendly personality. If you want to get a job done in this field, a strong command of the language and a good voice are always good things. Apart from this, in order to be a good radio jockey, you will also listen to good radio jockeys so that you can understand their style and later make your own by practicing.

A career as radio jockey has a lot to offer to deserving candidates. If you want to know more about a career as radio jockey, and how to become a radio jockey then continue reading the article.

Choreographer

The word “choreography" actually comes from Greek words that mean “dance writing." Individuals who opt for a career as a choreographer create and direct original dances, in addition to developing interpretations of existing dances. A Choreographer dances and utilises his or her creativity in other aspects of dance performance. For example, he or she may work with the music director to select music or collaborate with other famous choreographers to enhance such performance elements as lighting, costume and set design.

Social Media Manager

A career as social media manager involves implementing the company’s or brand’s marketing plan across all social media channels. Social media managers help in building or improving a brand’s or a company’s website traffic, build brand awareness, create and implement marketing and brand strategy. Social media managers are key to important social communication as well.

Photographer

Photography is considered both a science and an art, an artistic means of expression in which the camera replaces the pen. In a career as a photographer, an individual is hired to capture the moments of public and private events, such as press conferences or weddings, or may also work inside a studio, where people go to get their picture clicked. Photography is divided into many streams each generating numerous career opportunities in photography. With the boom in advertising, media, and the fashion industry, photography has emerged as a lucrative and thrilling career option for many Indian youths.

An individual who is pursuing a career as a producer is responsible for managing the business aspects of production. They are involved in each aspect of production from its inception to deception. Famous movie producers review the script, recommend changes and visualise the story. 

They are responsible for overseeing the finance involved in the project and distributing the film for broadcasting on various platforms. A career as a producer is quite fulfilling as well as exhaustive in terms of playing different roles in order for a production to be successful. Famous movie producers are responsible for hiring creative and technical personnel on contract basis.

Copy Writer

In a career as a copywriter, one has to consult with the client and understand the brief well. A career as a copywriter has a lot to offer to deserving candidates. Several new mediums of advertising are opening therefore making it a lucrative career choice. Students can pursue various copywriter courses such as Journalism , Advertising , Marketing Management . Here, we have discussed how to become a freelance copywriter, copywriter career path, how to become a copywriter in India, and copywriting career outlook. 

In a career as a vlogger, one generally works for himself or herself. However, once an individual has gained viewership there are several brands and companies that approach them for paid collaboration. It is one of those fields where an individual can earn well while following his or her passion. 

Ever since internet costs got reduced the viewership for these types of content has increased on a large scale. Therefore, a career as a vlogger has a lot to offer. If you want to know more about the Vlogger eligibility, roles and responsibilities then continue reading the article. 

For publishing books, newspapers, magazines and digital material, editorial and commercial strategies are set by publishers. Individuals in publishing career paths make choices about the markets their businesses will reach and the type of content that their audience will be served. Individuals in book publisher careers collaborate with editorial staff, designers, authors, and freelance contributors who develop and manage the creation of content.

Careers in journalism are filled with excitement as well as responsibilities. One cannot afford to miss out on the details. As it is the small details that provide insights into a story. Depending on those insights a journalist goes about writing a news article. A journalism career can be stressful at times but if you are someone who is passionate about it then it is the right choice for you. If you want to know more about the media field and journalist career then continue reading this article.

Individuals in the editor career path is an unsung hero of the news industry who polishes the language of the news stories provided by stringers, reporters, copywriters and content writers and also news agencies. Individuals who opt for a career as an editor make it more persuasive, concise and clear for readers. In this article, we will discuss the details of the editor's career path such as how to become an editor in India, editor salary in India and editor skills and qualities.

Individuals who opt for a career as a reporter may often be at work on national holidays and festivities. He or she pitches various story ideas and covers news stories in risky situations. Students can pursue a BMC (Bachelor of Mass Communication) , B.M.M. (Bachelor of Mass Media) , or  MAJMC (MA in Journalism and Mass Communication) to become a reporter. While we sit at home reporters travel to locations to collect information that carries a news value.  

Corporate Executive

Are you searching for a Corporate Executive job description? A Corporate Executive role comes with administrative duties. He or she provides support to the leadership of the organisation. A Corporate Executive fulfils the business purpose and ensures its financial stability. In this article, we are going to discuss how to become corporate executive.

Multimedia Specialist

A multimedia specialist is a media professional who creates, audio, videos, graphic image files, computer animations for multimedia applications. He or she is responsible for planning, producing, and maintaining websites and applications. 

Quality Controller

A quality controller plays a crucial role in an organisation. He or she is responsible for performing quality checks on manufactured products. He or she identifies the defects in a product and rejects the product. 

A quality controller records detailed information about products with defects and sends it to the supervisor or plant manager to take necessary actions to improve the production process.

Production Manager

A QA Lead is in charge of the QA Team. The role of QA Lead comes with the responsibility of assessing services and products in order to determine that he or she meets the quality standards. He or she develops, implements and manages test plans. 

Process Development Engineer

The Process Development Engineers design, implement, manufacture, mine, and other production systems using technical knowledge and expertise in the industry. They use computer modeling software to test technologies and machinery. An individual who is opting career as Process Development Engineer is responsible for developing cost-effective and efficient processes. They also monitor the production process and ensure it functions smoothly and efficiently.

AWS Solution Architect

An AWS Solution Architect is someone who specializes in developing and implementing cloud computing systems. He or she has a good understanding of the various aspects of cloud computing and can confidently deploy and manage their systems. He or she troubleshoots the issues and evaluates the risk from the third party. 

Azure Administrator

An Azure Administrator is a professional responsible for implementing, monitoring, and maintaining Azure Solutions. He or she manages cloud infrastructure service instances and various cloud servers as well as sets up public and private cloud systems. 

Computer Programmer

Careers in computer programming primarily refer to the systematic act of writing code and moreover include wider computer science areas. The word 'programmer' or 'coder' has entered into practice with the growing number of newly self-taught tech enthusiasts. Computer programming careers involve the use of designs created by software developers and engineers and transforming them into commands that can be implemented by computers. These commands result in regular usage of social media sites, word-processing applications and browsers.

Information Security Manager

Individuals in the information security manager career path involves in overseeing and controlling all aspects of computer security. The IT security manager job description includes planning and carrying out security measures to protect the business data and information from corruption, theft, unauthorised access, and deliberate attack 

ITSM Manager

Automation test engineer.

An Automation Test Engineer job involves executing automated test scripts. He or she identifies the project’s problems and troubleshoots them. The role involves documenting the defect using management tools. He or she works with the application team in order to resolve any issues arising during the testing process. 

Applications for Admissions are open.

Aakash iACST Scholarship Test 2024

Aakash iACST Scholarship Test 2024

Get up to 90% scholarship on NEET, JEE & Foundation courses

SAT® | CollegeBoard

SAT® | CollegeBoard

Registeration closing on 19th Apr for SAT® | One Test-Many Universities | 90% discount on registrations fee | Free Practice | Multiple Attempts | no penalty for guessing

JEE Main Important Chemistry formulas

JEE Main Important Chemistry formulas

As per latest 2024 syllabus. Chemistry formulas, equations, & laws of class 11 & 12th chapters

TOEFL ® Registrations 2024

TOEFL ® Registrations 2024

Thinking of Studying Abroad? Think the TOEFL® test. Register now & Save 10% on English Proficiency Tests with Gift Cards

Resonance Coaching

Resonance Coaching

Enroll in Resonance Coaching for success in JEE/NEET exams

NEET 2024 Most scoring concepts

NEET 2024 Most scoring concepts

Just Study 32% of the NEET syllabus and Score upto 100% marks

Everything about Education

Latest updates, Exclusive Content, Webinars and more.

Download Careers360 App's

Regular exam updates, QnA, Predictors, College Applications & E-books now on your Mobile

student

Cetifications

student

We Appeared in

Economic Times

Email your Message in বাংলা...

  • Type Bengali
  • Bengali Translation
  • Bengali to Hindi
  • Bengali Alphabet
  • Bangla Keyboard
  • Bangla Fonts

Type in Bengali

  • Bengali Typing
  • English to Bengali
  • Bengali to English
  • Bengali to Arabic
  • Arabic to Bangla
  • Bengali to Telugu

Continue Typing ON SAFE MODE - (Unable to Fully Load Google Transliteration). Additional options appear here once you hit Space Bar.

Special Characters and Signs:

Independent vowels:, dependent vowels:, two part dependent vowel signs:, consonants:, additional bengali consonants:, bengali digits:, additional letter used for assamese:, additional vowels for sanskrit:, currency symbols, historic symbols for fractional values, historic currency sign.

Subscribe our Channel and Learn How to Type in Bangla Online in 2 minutes

About our Bengali typing and translation software:

Features you should know:.

For example, typing "Tapani kemana achena" will be transliterated into "আপনি কেমন আছেন" .
  • Press (Ctrl+G) to switch between English and Bengali.
  • Use the backspace or click on any words to get more choices on a drop-down menu.
  • Once you have finished typing , email it to your friends and family.
  • Simply copy and paste to post content on Facebook, Twitter, or format it on a text editor such as Word Document.
  • Download and Install Bangla Software on your computer. After installing, type in Bangla on any text editor - with or without the Internet connection.

Fig 1. Bengali Alphabets in English and Bangla.

Characters Set (Alphabets and Numerials):

Text processing:.

The Independent vowels can be combined with consonants in different manners. For example, it can be joined to right, left, and also above and below. In old type-writers and non-standard Bengali encodings, the vowels that are attached to the left character are written first followed by consonant. The Unicode Standard requires typing order on the script consonant and vowel rather than other way around. This applies whether the vowel visually appears after or before the constant. For the rendering process the visual placement is handled separated. Therefore, if the Unicode encoding process is followed, no reordering of the characters is required.

HindiVyakran

  • नर्सरी निबंध
  • सूक्तिपरक निबंध
  • सामान्य निबंध
  • दीर्घ निबंध
  • संस्कृत निबंध
  • संस्कृत पत्र
  • संस्कृत व्याकरण
  • संस्कृत कविता
  • संस्कृत कहानियाँ
  • संस्कृत शब्दावली
  • Group Example 1
  • Group Example 2
  • Group Example 3
  • Group Example 4
  • संवाद लेखन
  • जीवन परिचय
  • Premium Content
  • Message Box
  • Horizontal Tabs
  • Vertical Tab
  • Accordion / Toggle
  • Text Columns
  • Contact Form
  • विज्ञापन

Header$type=social_icons

  • commentsSystem

Bengali Essays Collection for Student বাংলা অনুচ্ছেদ, রচনা, প্রবন্ধ

Bengali Essays Collection for Student : In this article, we are providing বাংলা অনুচ্ছেদ, রচনা, প্রবন্ধ for students of class 5, 6, 7, 8...

Bengali Essays Collection for Student  বাংলা অনুচ্ছেদ, রচনা, প্রবন্ধ

  • Bengali Essay on "A Burning House", "একটি জ্বলন্ত ঘর বাংলা অনুচ্ছেদ রচনা
  • Bengali Essay on "A journey by bus", "বাস ভ্রমণ বাংলা অনুচ্ছেদ রচনা"
  • Bengali Essay on "Television", "টেলিভিশন বাংলা অনুচ্ছেদ রচনা
  • Bengali Essay on "Internet", "ইন্টারনেট বাংলা অনুচ্ছেদ রচনা
  • Bengali Essay on "Computer", "কম্পিউটারের প্রয়োজনীয়তা বাংলা অনুচ্ছেদ রচনা"
  • Bengali Essay on "Information Technology", "তথ্য প্রযুক্তি বাংলা অনুচ্ছেদ রচনা"
  • Bengali Essay on "Science is Curse", "বিজ্ঞান অভিশাপ বাংলা অনুচ্ছেদ রচনা
  • Bengali Essay on "Disadvantages of Technology", "প্রযুক্তির অসুবিধা বাংলা অনুচ্ছেদ রচনা"
  • Bengali Essay on "A Night Before Examination", "পরীক্ষার আগে একটি রাত বাংলা অনুচ্ছেদ রচনা"
  • Bengali Essay on "Morning Walk", "প্রাতঃভ্রমণ বাংলা অনুচ্ছেদ রচনা"
  • Bengali Essay on "A Busy Street Scene", "একটা ব্যস্ত রাস্তার দৃশ্য বাংলা অনুচ্ছেদ রচনা
  • Bengali Essay on "A Football Match", "ফুটবল খেলা প্রতিযোগিতা প্রবন্ধ রচনা"
  • Bengali Essay on "A Hockey Match", "একটি হকি প্রতিযোগিতা প্রবন্ধ রচনা"
  • Bengali Essay on "A Cricket Match", "একটি ক্রিকেট প্রতিযােগিতা প্রবন্ধ রচনা"
  • Short Essay on If I win A Lottery in Bengali যদি আমি একটা লটারী পেতাম অনুচ্ছেদ ছোট রচনা
  • Bengali Essay on "How i spent My Holidays", "আমি কিভাবে ছুটির দিন কাটাতে চাই অনুচ্ছেদ রচনা"
  • Bengali Essay on "A Nightmare", "একটি আতঙ্কিত স্বপ্ন অনুচ্ছেদ রচনা"
  • Bengali Essay on "My Pet Dog", "আমার গৃহপালিত পশু কুকুর অনুচ্ছেদ রচনা"
  • Bengali Essay on "A Rainy Day", "একটি বর্ষার দিন বাংলা অনুচ্ছেদ রচনা"
  • Bengali Essay on "The Last Day at School", "স্কুলের শেষ দিনের বিদায় লেখা অনুচ্ছেদ রচনা"
  • Bengali Essay on "Lunch Break", "স্কুলের টিফিন বেলা বাংলা অনুচ্ছেদ রচনা"
  • Bengali Essay on "Village", "গ্রামের সৌন্দর্য বাংলা অনুচ্ছেদ রচনা"
  • Bengali Essay on "Advertisement", "বিজ্ঞাপন বাংলা অনুচ্ছেদ রচনা"
  • Bengali Essay on "Visit to a Bus Station", "একটি বাস স্টেশন যান বাংলা অনুচ্ছেদ রচনা"
  • Bengali Essay on "My Hobby Gardening", "বাগান করা বাংলা অনুচ্ছেদ রচনা"
  • Bengali Essay on "India and its Neighbouring Countries", "ভারতের প্রতিবেশী দেশ বাংলা অনুচ্ছেদ রচনা"
  • Bengali Essay on "Impact of Foreign Culture", "বিদেশী সংস্কৃতি প্রভাব বাংলা অনুচ্ছেদ রচনা"
  • Bengali Essay on "Newspaper", "সংবাদপত্র বাংলা অনুচ্ছেদ রচনা"
  • Bengali Essay on "Storm", "একটা ধূলাের ঝড় বাংলা অনুচ্ছেদ রচনা"
  • Bengali Essay on "Picnic", "একটি পিকনিক বাংলা অনুচ্ছেদ রচনা"
  • Bengali Essay on "Modern girl", "আধুনিক মেয়ে বাংলা অনুচ্ছেদ রচনা"
  • Bengali Essay on "An Ideal Student", "একজন আদর্শ ছাত্র অনুচ্ছেদ রচনা"
  • Bengali Essay on "A Summer Day", "একটি গ্রীষ্মের দিন বাংলা অনুচ্ছেদ রচনা"
  • Bengali Essay on "Compulsory Military Training", "আবশ্যিক মিলিটারী প্রশিক্ষণ অনুচ্ছেদ রচনা"
  • Bengali Essay on "Soldier", "সৈনিক জীবন বাংলা অনুচ্ছেদ রচনা"
  • Bengali Essay on "Domestic Animals", "গৃহপালিত পশু বাংলা অনুচ্ছেদ রচনা"
  • Bengali Essay on "Summer Season", "গ্রীষ্মের বর্ণনা বাংলা অনুচ্ছেদ রচনা"
  • Bengali Essay on "Urban life vs Village life", "শহুরে জীবন এবং গ্রাম্য জীবন রচনা"
  • Bengali Essay on "Life in a Big City", "একটি বড় শহরে জীবন রচনা"
  • Bengali Essay on "Reading habits", "বই পড়ার অভ্যাস রচনা"
  • Bengali Essay on "A Frustrating Day", "কটি নিরাশাজনক ভ্রমণ প্রবন্ধ রচনা"
  • Bengali Essay on "Examination Day", "পরীক্ষার দিন অনুষ্ঠান রচনা"
  • Bengali Essay on "Student protest", "ছাত্র বিক্ষোভ বাংলা অনুচ্ছেদ রচনা"
  • Bengali Essay on "A Visit to Village", "একটি গ্রাম ভ্রমণের অভিজ্ঞতা প্রবন্ধ রচনা"
  • Bengali Essay on "Indiscipline Among Students", "বিদ্যার্থীদের মধ্যে নিয়মনিষ্ঠা অভাব"
  • Bengali Essay on "Prize giving ceremony at School", "পুরস্কার বিতরণী অনুষ্ঠান রচনা
  • Bengali Essay on "A Visit to Fair", "আমার প্রিয় বন্ধু বাংলা অনুচ্ছেদ রচনা"
  • Bengali Essay on "Amar Priyo Bondhu Essay in Bengali", "আমার প্রিয় বন্ধু বাংলা অনুচ্ছেদ রচনা"
  • Bengali Essay on "A Visit to a Hospital","একটি হাসপাতালে যাওয়ার অভিজ্ঞতা রচনা"
  • Bengali Essay on "Childhood memories", "আমার শৈশবের স্মৃতি রচনা"
  • Bengali Essay on "Independence Day", "স্বাধীনতা দিবস বাংলা অনুচ্ছেদ রচনা"
  • Bengali Essay on "Republic Day", "গণতন্ত্র দিবস বাংলা অনুচ্ছেদ রচনা"
  • Bengali Essay on "Pandit Jawaharlal Nehru", "পণ্ডিত জওহরলাল নেহরু বাংলা অনুচ্ছেদ রচনা"
  • Bengali Essay on "Mother Teresa", "মাদার টেরিজা বাংলা অনুচ্ছেদ রচনা"
  • Bengali Essay on "Visit to A Historical Place Delhi", "একটি ঐতিহাসিক স্থান ভ্রমণের অভিজ্ঞতা রচনা"
  • Bengali Essay on "My favorite leader", "লালবাহাদুর শাস্ত্রী বাংলা অনুচ্ছেদ রচনা"
  • Bengali Essay on "Shivaji Maharaj", "শিবাজী মহারাজ বাংলা অনুচ্ছেদ রচনা"
  • Bengali Essay on "Diwali Festival", "আলোর উৎসব দীপাবলি বাংলা রচনা"
  • Bengali Essay on "Advantages and Disadvantages of Science", "বিজ্ঞানের অবদান বাংলা রচনা"
  • Bengali Essay on "Examination Hall", "পরীক্ষার ঘরের বর্ণনা বাংলা রচনা"
  • Bengali Essay on "Visit to a Circus", "আমার দেখা একটি সার্কাস বাংলা রচনা"
  • Bengali Essay on "Wonder of Science", "বিজ্ঞানের বিস্ময় বাংলা রচনা"
  • Bengali Essay on "A Visit to Cinema", "একটা সিনেমা দেখতে যাওয়া বাংলা রচনা"
  • Bengali Essay on "Amar Priyo Sohor", "আমার দেখা সুন্দরতম স্থান বাংলা রচনা"
  • Bengali Essay on "An Hour at Railway Station", "রেলওয়ে প্ল্যাটফর্মে এক ঘন্টা বাংলা রচনা"
  • Bengali Essay on "If I were the Principal", "যদি আমি স্কুলের প্রধান শিক্ষক হতাম বাংলা রচনা"
  • Bengali Essay on "A Journey by Train", "এট্রেন ভ্রমণ বাংলা রচনা"
  • Bengali Essay on "A visit to a Hill Station", "পাহাড় ভ্রমণ বাংলা রচনা"
  • Bengali Essay on "My Hobby Travelling", "শখের ভ্রমণ রচনা প্রবন্ধ"
  • Bengali Essay on "A visit to a historical place Taj Mahal", "একটি ঐতিহাসিক স্থান ভ্রমণ তাজমহল রচনা প্রবন্ধ"
  • Bengali Essay on "Indian Temple", "একটা মিউজিয়ামে ঘুরতে যাওয়া রচনা প্রবন্ধ"
  • Bengali Essay on "A visit to a museum", "একটা মিউজিয়ামে ঘুরতে যাওয়া রচনা প্রবন্ধ"
  • Bengali Essay on "A visit An exhibition", "আমার দেখা একটি প্রদর্শনী রচনা প্রবন্ধ"
  • Bengali Essay on "A visit to Zoo", "চিড়িয়াখানায় ঘুরতে যাওয়া রচনা প্রবন্ধ"
  • Bengali Essay on "School Trip", "An educational Trip","একটি শিক্ষামূলক ভ্রমণ রচনা"
  • Bengali Essay on "School Canteen", "আমাদের স্কুলের ক্যান্টিন রচনা প্রবন্ধ"
  • Bengali Essay on "Adarsh Vidyarthi", "একজন আদর্শ ছাত্র অনুচ্ছেদ রচনা"
  • Bengali Essay on "cheating in exams", "পরীক্ষায় টুকলি রচনা প্রবন্ধ"
  • Bengali Essay on "My School", "Amar Vidyalaya Rachana", "আমার বিদ্যালয় রচনা"
  • Bengali Essay on "When i missed the School Bus", "যখন আমি স্কুল বাস ধরতে পারি না প্রবন্ধ"
  • Bengali Essay on "The Person I Dislike Most", "আমার সবচেয়ে অপছন্দের ব্যক্তি প্রবন্ধ"

Twitter

Advertisement

Put your ad code here, 100+ social counters$type=social_counter.

  • fixedSidebar
  • showMoreText

/gi-clock-o/ WEEK TRENDING$type=list

  • गम् धातु के रूप संस्कृत में – Gam Dhatu Roop In Sanskrit गम् धातु के रूप संस्कृत में – Gam Dhatu Roop In Sanskrit यहां पढ़ें गम् धातु रूप के पांचो लकार संस्कृत भाषा में। गम् धातु का अर्थ होता है जा...

' border=

  • दो मित्रों के बीच परीक्षा को लेकर संवाद - Do Mitro ke Beech Pariksha Ko Lekar Samvad Lekhan दो मित्रों के बीच परीक्षा को लेकर संवाद लेखन : In This article, We are providing दो मित्रों के बीच परीक्षा को लेकर संवाद , परीक्षा की तैयार...

RECENT WITH THUMBS$type=blogging$m=0$cate=0$sn=0$rm=0$c=4$va=0

  • 10 line essay
  • 10 Lines in Gujarati
  • Aapka Bunty
  • Aarti Sangrah
  • Akbar Birbal
  • anuched lekhan
  • asprishyata
  • Bahu ki Vida
  • Bengali Essays
  • Bengali Letters
  • bengali stories
  • best hindi poem
  • Bhagat ki Gat
  • Bhagwati Charan Varma
  • Bhishma Shahni
  • Bhor ka Tara
  • Boodhi Kaki
  • Chandradhar Sharma Guleri
  • charitra chitran
  • Chief ki Daawat
  • Chini Feriwala
  • chitralekha
  • Chota jadugar
  • Claim Kahani
  • Dairy Lekhan
  • Daroga Amichand
  • deshbhkati poem
  • Dharmaveer Bharti
  • Dharmveer Bharti
  • Diary Lekhan
  • Do Bailon ki Katha
  • Dushyant Kumar
  • Eidgah Kahani
  • Essay on Animals
  • festival poems
  • French Essays
  • funny hindi poem
  • funny hindi story
  • German essays
  • Gujarati Nibandh
  • gujarati patra
  • Guliki Banno
  • Gulli Danda Kahani
  • Haar ki Jeet
  • Harishankar Parsai
  • hindi grammar
  • hindi motivational story
  • hindi poem for kids
  • hindi poems
  • hindi rhyms
  • hindi short poems
  • hindi stories with moral
  • Information
  • Jagdish Chandra Mathur
  • Jahirat Lekhan
  • jainendra Kumar
  • jatak story
  • Jayshankar Prasad
  • Jeep par Sawar Illian
  • jivan parichay
  • Kashinath Singh
  • kavita in hindi
  • Kedarnath Agrawal
  • Khoyi Hui Dishayen
  • Kya Pooja Kya Archan Re Kavita
  • Madhur madhur mere deepak jal
  • Mahadevi Varma
  • Mahanagar Ki Maithili
  • Main Haar Gayi
  • Maithilisharan Gupt
  • Majboori Kahani
  • malayalam essay
  • malayalam letter
  • malayalam speech
  • malayalam words
  • Mannu Bhandari
  • Marathi Kathapurti Lekhan
  • Marathi Nibandh
  • Marathi Patra
  • Marathi Samvad
  • marathi vritant lekhan
  • Mohan Rakesh
  • Mohandas Naimishrai
  • MOTHERS DAY POEM
  • Narendra Sharma
  • Nasha Kahani
  • Neeli Jheel
  • nursery rhymes
  • odia letters
  • Panch Parmeshwar
  • panchtantra
  • Parinde Kahani
  • Paryayvachi Shabd
  • Poos ki Raat
  • Portuguese Essays
  • Punjabi Essays
  • Punjabi Letters
  • Punjabi Poems
  • Raja Nirbansiya
  • Rajendra yadav
  • Rakh Kahani
  • Ramesh Bakshi
  • Ramvriksh Benipuri
  • Rani Ma ka Chabutra
  • Russian Essays
  • Sadgati Kahani
  • samvad lekhan
  • Samvad yojna
  • Samvidhanvad
  • Sandesh Lekhan
  • sanskrit biography
  • Sanskrit Dialogue Writing
  • sanskrit essay
  • sanskrit grammar
  • sanskrit patra
  • Sanskrit Poem
  • sanskrit story
  • Sanskrit words
  • Sara Akash Upanyas
  • Savitri Number 2
  • Shankar Puntambekar
  • Sharad Joshi
  • Shatranj Ke Khiladi
  • short essay
  • spanish essays
  • Striling-Pulling
  • Subhadra Kumari Chauhan
  • Subhan Khan
  • Sudha Arora
  • Sukh Kahani
  • suktiparak nibandh
  • Suryakant Tripathi Nirala
  • Swarg aur Prithvi
  • Tasveer Kahani
  • Telugu Stories
  • UPSC Essays
  • Usne Kaha Tha
  • Vinod Rastogi
  • Wahi ki Wahi Baat
  • Yahi Sach Hai kahani
  • Yoddha Kahani
  • Zaheer Qureshi
  • कहानी लेखन
  • कहानी सारांश
  • तेनालीराम
  • मेरी माँ
  • लोककथा
  • शिकायती पत्र
  • सूचना लेखन
  • हजारी प्रसाद द्विवेदी जी
  • हिंदी कहानी

RECENT$type=list-tab$date=0$au=0$c=5

Replies$type=list-tab$com=0$c=4$src=recent-comments, random$type=list-tab$date=0$au=0$c=5$src=random-posts, /gi-fire/ year popular$type=one.

  • अध्यापक और छात्र के बीच संवाद लेखन - Adhyapak aur Chatra ke Bich Samvad Lekhan अध्यापक और छात्र के बीच संवाद लेखन : In This article, We are providing अध्यापक और विद्यार्थी के बीच संवाद लेखन and Adhyapak aur Chatra ke ...

' border=

Join with us

Footer Logo

Footer Social$type=social_icons

  • loadMorePosts
  • relatedPostsText
  • relatedPostsNum

Thank you for visiting nature.com. You are using a browser version with limited support for CSS. To obtain the best experience, we recommend you use a more up to date browser (or turn off compatibility mode in Internet Explorer). In the meantime, to ensure continued support, we are displaying the site without styles and JavaScript.

  • View all journals
  • Explore content
  • About the journal
  • Publish with us
  • Sign up for alerts
  • 10 April 2024

Randomness in computation wins computer-science ‘Nobel’

  • Davide Castelvecchi

You can also search for this author in PubMed   Google Scholar

Avi Wigderson pictured outdoors at the Institute for Advanced Study.

Avi Wigderson received the Turing Award for his foundational contributions to the theory of computation. Credit: Dan Komoda

A leader in the field of computational theory is the latest winner of the A. M. Turing Award, sometimes described as the ‘Nobel Prize’ of computer science.

Avi Wigderson at the Institute for Advanced Study (IAS) in Princeton, New Jersey, is known for work straddling several disciplines, and had already won a share of the Abel Prize , a top mathematics award, three years ago.

He receives the Turing Award “for foundational contributions to the theory of computation, including reshaping our understanding of the role of randomness in computation, and for his decades of intellectual leadership in theoretical computer science”, the Association for Computing Machinery (ACM) in New York City announced on 10 April.

“I was extremely happy, and I didn’t expect this at all,” Wigderson tells Nature . “I’m getting so much love and appreciation from my community that I don’t need prizes.”

‘A towering intellectual force’

Wigderson was born in Haifa, Israel, in 1956. He studied at Technion — Israel Institute of Technology in Haifa and later at Princeton University; he has been at the IAS since 1999. He is known for his work on computational complexity — which studies how certain problems are inherently slow to solve, even in principle — and on randomness in computation. Many practical algorithms make random choices to achieve their objectives more efficiently; in a series of groundbreaking studies in the 1990s, Wigderson and his collaborators showed that conventional, deterministic algorithms can, in principle, be roughly as efficient as ‘randomized’ ones 1 . The results helped to confirm that random algorithms can be as accurate as deterministic ones are.

“Wigderson is a towering intellectual force in theoretical computer science,” said ACM president Yannis Ioannidis in a statement. In addition to Wigderson’s academic achievements, the ACS cited his “friendliness, enthusiasm, and generosity”, which have led him to be a mentor to or collaborate with hundreds of researchers worldwide. Wigderson admits that he is a “big proselytizer” of the intellectual pleasures of his discipline — he wrote a popular book about it and made it freely available on his website . “I think this field is great, and I am happy to explain it to anybody.”

The Turing Award is named after the celebrated British mathematician and code-breaker Alan Turing (1912–54), who in the 1930s laid the conceptual foundations of modern computing. “I feel completely at home with mathematics,” says Wigderson, adding that as an intellectual endeavour, theoretical computer science is indistinguishable from maths. “We prove theorems, like mathematicians.”

doi: https://doi.org/10.1038/d41586-024-01055-y

Impagliazzo, R. & Wigderson, A. in Proc. 29th ACM Symposium on Theory of Computing 220–229 (ACM, 1997).

Download references

Reprints and permissions

Related Articles

essay on computer in bengali

  • Mathematics and computing

Use game theory for climate models that really help reach net zero goals

Correspondence 16 APR 24

AI now beats humans at basic tasks — new benchmarks are needed, says major report

AI now beats humans at basic tasks — new benchmarks are needed, says major report

News 15 APR 24

How scientists are making the most of Reddit

How scientists are making the most of Reddit

Career Feature 01 APR 24

Computational Postdoctoral Fellow with a Strong Background in Bioinformatics

Houston, Texas (US)

The University of Texas MD Anderson Cancer Center

essay on computer in bengali

Locum Associate or Senior Editor (Immunology), Nature Communications

The Editor in Immunology at Nature Communications will handle original research papers and work on all aspects of the editorial process.

London, Beijing or Shanghai - Hybrid working model

Springer Nature Ltd

essay on computer in bengali

Assistant Professor - Cell Physiology & Molecular Biophysics

Opportunity in the Department of Cell Physiology and Molecular Biophysics (CPMB) at Texas Tech University Health Sciences Center (TTUHSC)

Lubbock, Texas

Texas Tech University Health Sciences Center, School of Medicine

essay on computer in bengali

Postdoctoral Associate- Curing Brain Tumors

Baylor College of Medicine (BCM)

essay on computer in bengali

Energy AI / Grid Modernization / Hydrogen Energy / Power Semiconductor Concentration / KENTECH College

21, Kentech-gil, Naju-si, Jeollanam-do, Republic of Korea(KR)

Korea Institute of Energy Technology

essay on computer in bengali

Sign up for the Nature Briefing newsletter — what matters in science, free to your inbox daily.

Quick links

  • Explore articles by subject
  • Guide to authors
  • Editorial policies
  • Share full article

Advertisement

Subscriber-only Newsletter

Jessica Grose

Get tech out of the classroom before it’s too late.

An illustration of a large open laptop computer with many teeth, biting down on a small schoolhouse.

By Jessica Grose

Opinion Writer

Jaime Lewis noticed that her eighth-grade son’s grades were slipping several months ago. She suspected it was because he was watching YouTube during class on his school-issued laptop, and her suspicions were validated. “I heard this from two of his teachers and confirmed with my son: Yes, he watches YouTube during class, and no, he doesn’t think he can stop. In fact, he opted out of retaking a math test he’d failed, just so he could watch YouTube,” she said.

She decided to do something about it. Lewis told me that she got together with other parents who were concerned about the unfettered use of school-sanctioned technology in San Luis Coastal Unified School District, their district in San Luis Obispo, Calif. Because they knew that it wasn’t realistic to ask for the removal of the laptops entirely, they went for what they saw as an achievable win: blocking YouTube from students’ devices. A few weeks ago, they had a meeting with the district superintendent and several other administrators, including the tech director.

To bolster their case, Lewis and her allies put together a video compilation of clips that elementary and middle school children had gotten past the district’s content filters.

Their video opens on images of nooses being fitted around the necks of the terrified women in the TV adaptation of “The Handmaid’s Tale.” It ends with the notoriously violent “Singin’ in the Rain” sequence from “A Clockwork Orange.” (Several versions of this scene are available on YouTube. The one she pointed me to included “rape scene” in the title.) Their video was part of a PowerPoint presentation filled with statements from other parents and school staff members, including one from a middle school assistant principal, who said, “I don’t know how often teachers are using YouTube in their curriculum.”

That acknowledgment gets to the heart of the problem with screens in schools. I heard from many parents who said that even when they asked district leaders how much time kids were spending on their screens, they couldn’t get straight answers; no one seemed to know, and no one seemed to be keeping track.

Eric Prater, the superintendent of the San Luis Coastal Unified School District, told me that he didn’t realize how much was getting through the schools’ content filters until Lewis and her fellow parents raised concerns. “Our tech department, as I found out from the meeting, spends quite a lot of time blocking certain websites,” he said. “It’s a quite time-consuming situation that I personally was not aware of.” He added that he’s grateful this was brought to his attention.

I don’t think educators are the bad guys here. Neither does Lewis. In general, educators want the best for students. The bad guys, as I see it, are tech companies.

One way or another, we’ve allowed Big Tech’s tentacles into absolutely every aspect of our children’s education, with very little oversight and no real proof that their devices or programs improve educational outcomes. Last year Collin Binkley at The Associated Press analyzed public records and found that “many of the largest school systems spent tens of millions of dollars in pandemic money on software and services from tech companies, including licenses for apps, games and tutoring websites.” However, he continued, schools “have little or no evidence the programs helped students.”

It’s not just waste, very likely, of taxpayer money that’s at issue. After reading many of the over 900 responses from parents and educators to my questionnaire about tech in schools and from the many conversations I had over the past few weeks with readers, I’m convinced that the downsides of tech in schools far outweigh the benefits.

Though tech’s incursion into America’s public schools — particularly our overreliance on devices — hyperaccelerated in 2020, it started well before the Covid-19 pandemic. Google, which provides the operating system for lower-cost Chromebooks and is owned by the same parent company as YouTube, is a big player in the school laptop space, though I also heard from many parents and teachers whose schools supply students with other types and brands of devices.

As my newsroom colleague Natasha Singer reported in 2017 (by which point “half the nation’s primary- and secondary-school students” were, according to Google, using its education apps), “Google makes $30 per device by selling management services for the millions of Chromebooks that ship to schools. But by habituating students to its offerings at a young age, Google obtains something much more valuable”: potential lifetime customers.

The issue goes beyond access to age-inappropriate clips or general distraction during school hours. Several parents related stories of even kindergartners reading almost exclusively on iPads because their school districts had phased out hard-copy books and writing materials after shifting to digital-only curriculums. There’s evidence that this is harmful: A 2019 analysis of the literature concluded that “readers may be more efficient and aware of their performance when reading from paper compared to screens.”

“It seems to be a constant battle between fighting for the students’ active attention (because their brains are now hard-wired for the instant gratification of TikTok and YouTube videos) and making sure they aren’t going to sites outside of the dozens they should be,” Nicole Post, who teaches at a public elementary school in Missouri, wrote to me. “It took months for students to listen to me tell a story or engage in a read-aloud. I’m distressed at the level of technology we’ve socialized them to believe is normal. I would give anything for a math or social studies textbook.”

I’ve heard about kids disregarding teachers who tried to limit tech use, fine motor skills atrophying because students rarely used pencils and children whose learning was ultimately stymied by the tech that initially helped them — for example, students learning English as a second language becoming too reliant on translation apps rather than becoming fluent.

Some teachers said they have programs that block certain sites and games, but those programs can be cumbersome. Some said they have software, like GoGuardian, that allows them to see the screens of all the students in their classes at once. But classroom time is zero sum: Teachers are either teaching or acting like prison wardens; they can’t do both at the same time.

Resources are finite. Software costs money . Replacing defunct or outdated laptops costs money . When it comes to I.T., many schools are understaffed . More of the money being spent on tech and the maintenance and training around the use of that tech could be spent on other things, like actual books. And badly monitored and used tech has the most potential for harm.

I’ve considered the counterarguments: Kids who’d be distracted by tech would find something else to distract them; K-12 students need to gain familiarity with tech to instill some vague work force readiness.

But on the first point, I think other forms of distraction — like talking to friends, doodling and daydreaming — are better than playing video games or watching YouTube because they at least involve children engaging with other children or their own minds. And there’s research that suggests laptops are uniquely distracting . One 2013 study found that even being next to a student who is multitasking on a computer can hurt a student’s test scores.

On the second point, you can have designated classes to teach children how to keyboard, code or use software that don’t require them to have laptops in their hands throughout the school day. And considering that various tech companies are developing artificial intelligence that, we’re meant to understand, will upend work as we know it , whatever tech skills we’re currently teaching will probably be obsolete by the time students enter the work force anyway. By then, it’ll be too late to claw back the brain space of our nation’s children that we’ve already ceded. And for what? So today’s grade schoolers can be really, really good at making PowerPoint presentations like the ones they might one day make as white-collar adults?

That’s the part that I can’t shake: We’ve let tech companies and their products set the terms of the argument about what education should be, and too many people, myself included, didn’t initially realize it. Companies never had to prove that devices or software, broadly speaking, helped students learn before those devices had wormed their way into America’s public schools. And now the onus is on parents to marshal arguments about the detriments of tech in schools.

Holly Coleman, a parent of two who lives in Kansas and is a substitute teacher in her district, describes what students are losing:

They can type quickly but struggle to write legibly. They can find info about any topic on the internet but can’t discuss that topic using recall, creativity or critical thinking. They can make a beautiful PowerPoint or Keynote in 20 minutes but can’t write a three-page paper or hand-make a poster board. Their textbooks are all online, which is great for the seams on their backpack, but tangible pages under your fingers literally connect you to the material you’re reading and learning. These kids do not know how to move through their day without a device in their hand and under their fingertips. They never even get the chance to disconnect from their tech and reconnect with one another through eye contact and conversation.

Jonathan Haidt’s new book, “The Anxious Generation: How the Great Rewiring of Childhood is Causing an Epidemic of Mental Illness,” prescribes phone-free schools as a way to remedy some of the challenges facing America’s children. I agree that there’s no place for smartphones on a K-12 campus. But if you take away the phones and the kids still have near-constant internet connectivity on devices they have with them in every class, the problem won’t go away.

When Covid hit and screens became the only way for millions of kids to “attend” school, not having a personal device became an equity issue. But we’re getting to a point where the opposite may be true. According to the responses to my questionnaire, during the remote-school era, private schools seemed to rely far less on screens than public schools, and many educators said that they deliberately chose lower-tech school environments for their own children — much the same way that some tech workers intentionally send their kids to screen-free schools.

We need to reframe the entire conversation around tech in schools because it’s far from clear that we’re getting the results we want as a society and because parents are in a defensive crouch, afraid to appear anti-progress or unwilling to prepare the next generation for the future. “I feel like a baby boomer attacking like this,” said Lewis.

But the drawbacks of constant screen time in schools go beyond data privacy, job security and whether a specific app increases math performance by a standard deviation. As Lewis put it, using tech in the classroom makes students “so passive, and it requires so little agency and initiative.” She added, “I’m very concerned about the species’ ability to survive and the ability to think critically and the importance of critical thinking outside of getting a job.”

If we don’t hit pause now and try to roll back some of the excesses, we’ll be doing our children — and society — a profound disservice.

The good news is that sometimes when the stakes become clear, educators respond: In May, Dr. Prater said, “we’re going to remove access to YouTube from our district devices for students.” He added that teachers will still be able to get access to YouTube if they want to show instructional videos. The district is also rethinking its phone policy to cut down on personal device use in the classroom. “For me,” he said, “it’s all about how do you find the common-sense approach, going forward, and match that up with good old-fashioned hands-on learning?” He knows technology can cause “a great deal of harm if we’re not careful.”

Jessica Grose is an Opinion writer for The Times, covering family, religion, education, culture and the way we live now.

IMAGES

  1. computer basic in Bengali 2019 part 01, বেসিক কম্পিউটার বাংলাতে শুরু থেকে শেষ পর্যন্ত

    essay on computer in bengali

  2. কম্পিউটার রচনা: Essay On Computer In Bengali

    essay on computer in bengali

  3. Learn Computer in Bengali Day-2 ,Basics Computer Course part-2 ( বাংলা

    essay on computer in bengali

  4. Computer Fundamental Part 1(Bengali Medium)

    essay on computer in bengali

  5. Bangla Rochona for Class 6

    essay on computer in bengali

  6. #computer_basic_in_bengali How to learn basic computer in bengali 2020

    essay on computer in bengali

VIDEO

  1. 10 Lines Essay On Computer In Hindi/Essay Writing On Computer/Computer Short Essay

  2. Essay Computer

  3. 10 lines on Monitor essay in English

  4. Essay in Bengali

  5. Importance Of Computer I Essay Writing I essay

  6. Basic Computer Course Bangali বেসিক কম্পিউটার শেখা বাংলা

COMMENTS

  1. কম্পিউটার রচনা (Computer Essay in Bengali) [PDF]

    কম্পিউটার রচনা (Computer Essay in Bengali) [PDF] ডিসেম্বর 18, 2019 দ্বারা রাকেশ রাউত. আধুনিক বিজ্ঞানের আবিষ্কার গুলির মধ্যে এক অন্যতম আবিষ্কার কম্পিউটার ...

  2. কম্পিউটার রচনা

    4.1/5 - (1052 votes) কম্পিউটার রচনা | Computer Essay in Bengali : কম্পিউটার হল একটি ইলেকট্রনিক ডিভাইস যা মানুষের মস্তিষ্কের পক্ষে অসম্ভব জটিল গণনা এবং কার্য ...

  3. কম্পিউটার রচনা

    কম্পিউটার ( Computer Rachana) ভূমিকা: বিজ্ঞান আধুনিক জগতের অগ্রগতিকে নিত্য নূতন দানে সমৃদ্ধ ও প্রাণবন্ত করে রেখেছে। কম্পিউটার আধুনিক বিজ্ঞানের এক বিস্ময়কর ...

  4. Bengali Essay on "Computer", "কম্পিউটারের প্রয়োজনীয়তা বাংলা অনুচ্ছেদ

    Essay on Computer in Bengali Language: In this article, we are providing কম্পিউটারের প্রয়োজনীয়তা বাংলা ...

  5. কম্পিউটার রচনা

    কম্পিউটার রচনা | Essay On Computer In Bengali. by Fahima Afreen Moon. 1 year ago. Reading Time: 8 mins read 137 7. A A. A A. Reset. 0. 58. SHARES. 960. VIEWS. Share on Facebook Share on Twitter.

  6. কম্পিউটার রচনা computer essay in Bengali কম্পিউটার রচনা hsc ssc psc jpc ১০

    কম্পিউটার রচনা computer essay in Bengali স্কুল ছাত্র এবং শিশুদের জন্য কম্পিউটার এবং এর ব্যবহার সম্পর্কিত রচনা |Advertisement কম্পিউটারে ৫০০+ শব্দের রচনা কম্পিউটার নিয়ে এই ...

  7. কম্পিউটার

    কম্পিউটার (Computer) শব্দটি গ্রিক "কম্পিউট" (compute) শব্দ থেকে এসেছে। Compute শব্দের অর্থ হিসাব বা গণনা করা। আর কম্পিউটার (Computer) শব্দের অর্থ গণনাকারী ...

  8. কম্পিউটার রচনা : Essay on Computer in Bengali

    কম্পিউটার রচনা: Essay On Computer In Bengali. কম্পিউটার অনুচ্ছেদ রচনা। আজকের আর্টিকেলে কম্পিউটার এর বিষয়ে দুইটি বাংলা রচনা উল্লেখ করা হয়েছে। আপনি যদি কম্পিউটার ...

  9. কম্পিউটার প্রবন্ধ রচনা/Computer eassy bengali.

    কম্পিউটার প্রবন্ধ রচনা/Computer eassy bengali.Computer bangla essay, Essay on computer in bengali, অনুচ্ছেদ রচনা ...

  10. আধুনিক জীবনে কম্পিউটার রচনা

    সপ্তম দ্বাদশ শ্রেণির প্রিয় বাংলা বন্ধুরা এই চ্যানেলে তোমাদের স্বাগত ...

  11. কম্পিউটার রচনা PDF » Online Shikkha Site

    Computer Bengali Rachana ( Pdf ) ভূমিকা. আধুনিক বিজ্ঞানের এক বিস্ময়ের বিস্ময় কম্পিউটার। মানসিক ও বুদ্ধিগত কাজকে যে যন্ত্র আজ দক্ষভাবে সম্পন্ন করে ...

  12. কম্পিউটার। বাংলা প্রবন্ধ রচনা। Computer//Computer Bangla rochona.

    কম্পিউটার।বাংলা রচনা।Bengali paragraph on Computer.Bengali essay on computer.এরকম আরো ভিডিও পেতে প্লিজ ...

  13. Background Of Computerization In Bangladesh Information Technology Essay

    Use of computer began in Bangladesh in the 1960s and assumed wider dimension in the nineties. Information Technology is today a well-known matter. IT began to assume greater acceptability in this country from the middle of the nineties. The first computer in Bangladesh (erstwhile East Pakistan) was installed at the atomic energy center ,Dhaka ...

  14. Communication systems and the social history of technology (essay in

    I, like many in Indian universities at that time, didn't have a 'personal' computer. Shared with many colleagues an MS-DOS system in the UG Arts building at JU. Looking historically at the narrator's gaze (also possibly at the unprofessional approach of the the Bengali Little Magazine then!) would help the reader.

  15. Bengali Rachana

    Bengali Essay 2023. Bengali Rachana or Bengali essay or বাংলা রচনা is a significant part of Bengali language at school levels and in higher level studies. We all know the fact that essay writing is an important part for enhancing the writing skill in any language, so, writing Bengali essays is equally important to grow the ...

  16. বিভিন্ন বিষয়ের উপর বাংলা রচনা

    All Bangla Paragraph (105) Bangla GK (177) Bangla Kobita (203) Bangla Rachana (105) Bengali Meaning (259) Bengali Poems (124) English to Bengali Meaning (270) English to Bengali Translation (256) Kobita (143) অনুচ্ছেদ (127) বাংলা অর্থ (275) বাংলা কবিতা (219) বাংলা বাক্য ...

  17. essay on computer in bengali

    Writing essays isn't many people's favorite part of studying for a qualification, but it's necessary. Or is it? If you've ever sat in front of a computer and felt like you didn't know where to start, you might have been tempted to get Essay..... An informative essay is any type of essay that has the goal of informing or educating an audience.

  18. কম্পিউটার ৷৷ বাংলা রচনা ৷৷ Computer paragraph in bengali

    @LearnersStudio#computer_paragraph_in_bengali#বাংলা_রচনা#কম্পিউটার_রচনা_ছোটোদেরবাংলা ...

  19. Essay on Computer and its Uses in 500 Words for Students

    A.1 A computer is an electronic device or machine that makes our work easier. Also, they help us in many ways. Q.2 Mention various fields where computers are used? A.2 Computers are majorly used in defense, medicine, and for research purposes. Share with friends.

  20. Importance of Computer Essay

    200 Words Essay on The Importance of Computer. Technology has changed the aspects of life and has made life better. Computers are popular electronic devices that can be used to write documents, play games, send an email, make presentations and designs and browse the internet for finding information.

  21. বাংলা টাইপ করুন English to Bengali Typing

    Our FREE typing software is powered by Google.It provides fast and accurate typing - making it easy to type the Bengali language anywhere on the Web.. After you type a word in English and press a spacebar key, the word will be transliterated into Bengali.Press the backspace key or click on the selected word to get more options on the dropdown menu.. The process of transliterating English to ...

  22. Bengali Essays Collection for Student বাংলা ...

    Bengali Essay on "Science is Curse", "বিজ্ঞান অভিশাপ বাংলা অনুচ্ছেদ রচনা. Bengali Essay on "Disadvantages of Technology", "প্রযুক্তির অসুবিধা বাংলা অনুচ্ছেদ রচনা". Bengali Essay on "A Night Before Examination ...

  23. Computer Rochona Bangla

    Computer Rochona Bangla | Computer Essay in bengali | computer details in bengali@jbscsmartclass #computer #computerintroduction computer intoduction in beng...

  24. Randomness in computation wins computer-science 'Nobel'

    Randomness in computation wins computer-science 'Nobel'. Computer scientist Avi Wigderson is known for clarifying the role of randomness in algorithms, and for studying their complexity. By ...

  25. Opinion

    Opinion Writer. Jaime Lewis noticed that her eighth-grade son's grades were slipping several months ago. She suspected it was because he was watching YouTube during class on his school-issued ...

  26. How Texas will use AI to grade this year's STAAR tests

    Texas will use computers to grade written answers on this year's STAAR tests. The state will save more than $15 million by using technology similar to ChatGPT to give initial scores, reducing ...